![মানিকগঞ্জে সাবেক মন্ত্রী মুন্নুুর কুলখানি অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/08/11/manikganj_abnews_93887.jpg)
মানিকগঞ্জ, ১১ আগস্ট, এবিনিউজ : মানিকগঞ্জে অনুষ্ঠিত হয়েছে সাবেক মন্ত্রী ও বিশিষ্ট শিল্পপতি হারুণার রশিদ খান মুন্নু’র কুলখানি। কুলখানি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আজ শুক্রবার দুপুর ১২টায় মানিকগঞ্জের গিলন্ড এলাকায় মুন্নু সিটিতে হারুণার রশিদ খান মুন্নুর কবর জিয়ারত করেন।
এ সময় মহাসচিব বলেন, মুন্নুরা দেশে বারবার জন্মায় না। তিনি এমন এক মহান মানুষ ছিলেন, যিনি মানুষের কষ্টে পাশে দাড়াঁতেন। দেশ ও জাতি এক আর্দশ দেশপ্রেমিক, দানশীল, মানব প্রেমিক মহান মানুষকে হারালো।
কুলখানিতে বিএনপির কেন্দ্রীয় নেতা মোরশেদ খান, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, আব্দুল্লাহ আল নোমন, আমান উল্লাহ আমান, সাংবাদিক নেতা কবি আব্দুল হাই শিকদার, সৈয়দ মেজবাহ উদ্দিন, যুবদলের সাধারন সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ডাঃ এ জেড এম জাহিদ, যুবদলের কৃষি বিষয়ক সম্পাদক আলী আশরাফ, এস এ জিন্নাহ কবীর সহ দলীয় কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
জেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক তোজাম্মেল হক তোজা, যুবদল নেতা কাজী রায়হান উদ্দিন টুকুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা কুলখানিতে আগত মেহমানদের আপ্যায়ন করান।
মহাসচিবের সাথে উপস্থিত থেকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও হারুণার রশিদ খান মুন্নুর বড় মেয়ে আফরোজা খান রিতা সকলের নিকট তার বাবার রুহের মাগফেরাত কামনা করে দোয়া কামনা করেন। আরও উপস্থিত ছিলেন, মুন্নুর ছোট মেয়ে ফিরোজ মাহমুদ, মেয়ের জামাই আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, স্ত্রী হুরুন নাহার রশিদসহ পরিবারের সদস্যবৃন্দ।
হারুণার রশিদ খান মুন্নুর কুলখানিতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিকসহ বিভিন্ন পেশার প্রায় ৪০ হাজার মানুষ উপস্থিত ছিলেন। সকাল সাড়ে ১০টায় হারুণার রশিদ খান মুন্নুর আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। পরে সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।
উল্লেখ্য, হারুণার রশিদ খান মুন্নু গত ১ আগষ্ট মঙ্গলবার ভোর ৫টায় বার্ধক্যজনিত কারণে তার নিজের প্রতিষ্ঠিত মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন।
এবিএন/সোহেল/জসিম/এমসি