![শরীয়তপুরে দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/08/11/shoriotpur_abnews24 copy_93894.jpg)
শরীয়তপুর, ১১ আগস্ট, এবিনিউজ : আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শরীয়তপুরের নড়িয়া উপজেলায় আওয়ামী লীগের দু’পক্ষের গোলাগুলিতে এক যুবক নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন আরও পাঁচজন।
আজ শুক্রবার বিকালে উপজেলার রাজনগর ইউনিয়নে মালতকান্দিতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানায়, নিহত যুবক হলেন ইকবাল হোসেন (২৫)। তিনি রাজনগর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি। সংঘর্ষে আহতদের শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন বলেন, আধিপত্য বিস্তার নিয়ে জুমার নামাজের পর মালতকান্দিতে আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।
একপক্ষের নেতৃত্বে দেন রাজনগর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জাকির হোসেন গাজী। অপর পক্ষের নেতৃত্ব দেন ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আলিমুজ্জামান মীর।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দুপুরে জাকির গাজীর সমর্থকদের মারধর করে দাদন মীরবহরের সমর্থকেরা। পরে সন্ধ্যা ৬টার দিকে জাকির গাজীর সমর্থকেরা দাদন মীরবহরের আন্দারমানিক বাজারের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করে ও বোমা হামলা চালায়। তখন দু’পক্ষের সংঘর্ষ হয়। সংঘর্ষে শতাধিক ককটেল বোমার বিস্ফোরণ ঘটানো হয়। সংঘর্ষের সময় ইউনিয়ন যুবলীগের সহসভাপতি ইকবাল হোসেন গুলিবিদ্ধ হন। তাঁকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ইকবালের বাড়ি পাশের রাজনগর মালতকান্দি গ্রামে। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক আমিন ফকিরের ছেলে।
ইকবালের বাবা আমিন ফকির বলেন, ‘আমরা বংশ পরম্পরায় আওয়ামী লীগ করি। এখন আওয়ামী লীগের নাম ভাঙিয়ে হায়েনারা আমাদের রক্ত পান করছে। অন্যায়ভাবে জাকির গাজীর সমর্থকেরা আমার ছেলেকে হত্যা করেছে। আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
রাজনগর ইউপি চেয়ারম্যান জাকির গাজী বলেন, ‘দাদন মীরবহর ও আলিমুজ্জামান মালতের সমর্থকেরা আমার তিনজন কর্মীকে কুপিয়ে আহত করেছে। আমার সমর্থকদের বাড়িতে বোমা হামলা চালিয়েছে। তখন সংঘর্ষ হয়েছে। ইকবাল কার হামলায় মারা গেছে তা আমার জানা নেই।’
ওসি জানান, সংঘর্ষ চলাকালে ছাত্রলীগকর্মী ইকবাল হোসেন গুলিবিদ্ধ হয়ে মারা যান।
তিনি জানান, অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
এবিএন/জনি/জসিম/জেডি