রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
logo
  • হোম
  • সারাদেশ
  • বান্দরবানে সাংবাদিকদের অনুদান দিলেন প্রতিমন্ত্রী বীর বাহাদুর

বান্দরবানে সাংবাদিকদের অনুদান দিলেন প্রতিমন্ত্রী বীর বাহাদুর

বান্দরবানে সাংবাদিকদের অনুদান দিলেন প্রতিমন্ত্রী বীর বাহাদুর

বান্দরবান, ১১ আগস্ট, এবিনিউজ : পাহাড়ের নিবেদিত প্রাণ বান্দরবান পার্বত্য জেলা অন্যতম অনলাইন নিউজ পোর্টাল পাহাড়বার্তা ডটকমের শুভ উদ্বোধন করা হযেছে। আজ শুক্রবার সকাল ১১টার সময় পার্বত্য প্রতিমন্ত্রীর বাসভবনের হলরুমে বান্দরবানের কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে পাহাড়বার্তা নিউজ পোর্টাল উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানের প্রতিমন্ত্রী বীর বাহাদুর (উশৈসিং) এমপি বলেন, সাদাকে সাদা বলুন কালোকে কালো বলুন বান্দরবানে আমার সবচেয়ো আপনজন হচ্ছে সাংবাদিক ভাইরা। বান্দরবানে উন্নয়নের ক্ষেত্রে অশেষ অবদানও ভূমিকা রয়েছে প্রিয় সাংবাদিক ভাইদের। তারা সবসময় আমাকে পার্বত্য অঞ্চলের উন্নয়নে উৎসাহও সহযোগিতা করে যাচ্ছেন।

পাহাড়ের দুর্গম অঞ্চলের যেখানে উন্নয়ন ছোঁয়া লাগেনি সেখানে তারা লেখনীর মাধ্যমে তুলে ধরেছিল বলেই আমি আমার এই দুর্গম পাহাড়ি অঞ্চলে উন্নয়ন করতে সক্ষম হয়েছি আগামি দিনেও দুর্গম পাহাড়ি অঞ্চলের উন্নয়ন ধারাবাহিক ভাবে অব্যহত থাকবে।

এ সময় পাহাড়বার্তার উদ্বোধনী অনুষ্ঠানের বান্দরবানে কর্মরত সাংবাদিকদের প্রতিমন্ত্রী প্রশংসা করেন ও সাংবাদিকদের আপদকালীন কল্যাণ ট্রাস্ট গঠনের জন্য ৫লাখ টাকা অনুদান প্রদান করা করেন।

প্রতিমন্ত্রী সাংবাদিকদের উদ্যেশে আরো বলেন, বান্দরবান প্রেসক্লাবের উদ্যেগে একটি লাইব্রি নির্মাণের জন্য সব রকম সহযোগিতা দেওয়ার ঘোষনা দিয়েছেন। এ সময় পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি, কেক কেটে পাহাড়বার্তা নিউজ পোর্টালের শুভ উদ্বোধন ঘোষণা করেছেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বান্দরবান জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার আলি হোসেন, বান্দরবান প্রসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাবেক সভাপতি ও প্রেসক্লাব প্রতিষ্ঠাতা বাদশামিয়া মাস্টার।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বান্দরবান প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি একেএম জাহাঙ্গী, বান্দরবান প্রেস ক্লাবের সদস্য সিনিয়র সাংবাদিক এমএ হাকিম চৌধুরী, বান্দরবান প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও এটিএন বাংলা এটিএন নিউজের বান্দরবান জেলা প্রতিনিধি মিনারুল হক, এবং পাহাড় বার্তার সম্পাদক ও বান্দরবান জেলা আওয়মিলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদেক সোসেন চৌধুরীসহ পাহাড়বার্তা পরিবারের সদস্য ছাড়াও বান্দরবান পার্বত্য জেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এবিএন/রহিম/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত