![হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ২](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/08/12/hobiganj_93935.jpg)
হবিগঞ্জ, ১২ আগস্ট, এবিনিউজ : হবিগঞ্জের বাহুবল উপজেলায় মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র করে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও শতাধিক।
আজ শনিবার সকাল ৭টার দিকে মুককান্দি গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ওই গ্রামের মতিন মিয়া (৫০) ও সাবু মিয়ার ছেলে কবির মিয়া (৪৫)।
বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল হক বলেন, মসজিদের ইমাম পরিবর্তন ও কমিটি গঠন নিয়ে গ্রামবাসীর দুপক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এ নিয়ে শুক্রবার বিকালে দুপক্ষ সংঘর্ষে জড়ায়। শনিবার সকালে আবার সংঘর্ষ হলে শতাধিক আহত হয়। আহত অনেককে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কবির মিয়া মারা যান। আর মতিন মারা যান সিলেটে নেয়ার পথে।’
এবিএন/সাদিক/জসিম/এসএ