![নড়াইলে মাদক বন্ধ ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় বিক্ষোভ সমাবেশ](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/08/12/narail_abnews_93996.jpg)
নড়াইল, ১২ আগস্ট, এবিনিউজ : নড়াইলের লোহাগড়ার ইতনা ইউনিয়নে মাদক বেচাকেনা বন্ধ ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় বিক্ষোভ
সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে লোহাগড়া উপজেলার পাংখারচর কাজীপাড়া ঈদগাহ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এছাড়া একটি মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করেন এলাকাবাসী।
মোহাম্মদ আলী সিকদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ইতনা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী জামসেদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কাজী আরোজ আলী, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান মোল্যা, ৮নং ওয়ার্ড সদস্য (মেম্বার) কাজী আকিদুল, স্বরসতীর একাডেমির শিক্ষক ফকির সেলিম আহমেদ, চরদৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সবুজ ফকির, রাফিকুল চৌধুরী, লংকারচরের মোশরাফ মোল্যা, কাবুল সিকদার, ডিক্রিরচরের আবু শেখ, ইচাখালির বাবর মোল্যা, বাগপাড়ার ফকর উদ্দিন মোল্যা প্রমুখ।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে মিথ্যা মামলা দায়ের করে পাংখারচর এলাকার শান্তি-শৃঙ্খলা নষ্ট করছে প্রতিপক্ষের লোকজন। সর্বশেষ গত ৩ আগস্ট স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে ছয়জনকে আসামি করে লোহাগড়া থানায় আরো একটি মামলা দায়ের করেন প্রতিপক্ষরা। বিভিন্ন সময়ে আরো ৪০টি মামলা দায়ের করে গ্রামের সাধারণ মানুষকে হয়রানি করা হয়েছে।
এছাড়া একজন সরকারি চাকুরিজীবীর নেতৃত্বে এলাকায় ইয়াবা, ফেনসিডিল, গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য বেচাকেনা চলছে বলে অভিযোগ করা হয়। প্রতিপক্ষের বিরুদ্ধে এসব মামলা প্রত্যাহারসহ এলাকায় মাদকের বেচাকেনা বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।
পরে বিক্ষোভ মিছিলে নারী ও শিশুসহ লংকারচর, পাংখারচর, ফকিরেরচর, ডিক্রিরচর ও চরদৌলতপুর গ্রামের বিভিন্ন পেশার শত শত মানুষ অংশগ্রহণ করেন।
এবিএন/খায়রুল/জসিম/এমসি