![হবিগঞ্জের বাহুবলে দু’পক্ষের সংঘর্ষে ২ জন নিহত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/08/12/hobigoang_abnews24_93999.jpg)
হবিগঞ্জ, ১২ আগস্ট, এবিনিউজ : হবিগঞ্জের বাহুবলে দু’পক্ষের সংঘর্ষে ২ জন নিহত ও অর্ধশতাধিক লোক আহত হয়েছে। নিহতরা হলেন, মুগকান্দি গ্রামের লন্ডন প্রবাসী কবির আখঞ্জী (৪৫) ও একই গ্রামের মতিন মিয়া(৫০)।
জানা যায়, বাহুবল উপজেলার সাতকাপন ইউনিয়নের মুগকান্দি গ্রামে মসজিদের কমিটি গঠন ও ইমাম নিয়োগ নিয়ে দু’পক্ষের বিরোধ চলছিল। এর জের ধরে গতকাল শুক্রবার দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে শিশু মহিলাসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছে।
এ ঘটনা নিয়ে আজ শনিবার ভোরে দু’পক্ষ আবারো সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উল্লেখিত দু’জন নিহত হয়েছে। আহতদের নাম পরিচয় জানা যায়নি। ফের সংঘর্ষের আশংকায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এবিএন/নুরুজ্জামান/জসিম/এমসি