বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

ফেনীতে ৪৫ হাজার পিচ ইয়াবাসহ আটক ২

ফেনীতে ৪৫ হাজার পিচ ইয়াবাসহ আটক ২

সোনাগাজী (ফেনী), ১২ আগস্ট, এবিনিউজ : ফেনীতে মোটর বাইকের ট্যাংকিতে ৪৫ হাজার ইয়াবাসহ দুইজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শনিবার দুপরে ঢাকা-চট্টগ্রাাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের ফতেহপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের ওই এলাকায় অবস্থান নেয় গোয়েন্দা পুলিশ। এ সময় একটি মোটর সাইকেলে (চট্ট- মেট্টো ল- ১৩-৪৭৪৩) দুইজন আরোহীতে সন্দেহ হলে তল্লাসি চালায় গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মামুুনুর রশিদ।

এ সময় মোটর সাইকেলের তেলের ট্যাংক থেকে ইয়াবা জব্দ করে ও মো. রাসেল (২৫) ও নুরুল আমিন (৩০) আটক করে পুলিশ। আটকৃতরা যথাক্রমে চট্টগ্রাম জেলার লোহাগড়া উপজেলার ওয়াহিদের পাড়া গ্রামের আবদুল নবী ও আবদুর বারীর ছেলে।

পুলিশ আরো জানায়, আটককৃত ইয়াবার মূল্য ২২ লাখ ৫০ হাজার টাকা। আজ শনিবার দুপুরে পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার সংবাদ সম্মেলনের মাধ্যমে ৪৫ হাজার পিচ ইয়াবাসহ দুইজনকে আটকের তথ্য গণমাধ্যমকে জানান।

এবিএন/রিপন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত