![মাদারীপুরে নারী পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/08/12/abnews-24.bbbbbbbbbbb_94045.jpg)
মাদারীপুর, ১২ আগস্ট, এবিনিউজ : র্যাব-৮ মাদারীপুর সিপিসি-৩ ক্যাম্প কোম্পানী কমান্ডার মেজর রাকিবুজ্জামানের নেত্বতে গোপন সংবাদের ভিত্তিতে এক নারী উদ্ধার সহ মো. আনিচ শেখ(২৫), রেহেনা বেগম(৪৫) দুই নারীপাচারকারী গ্রেফতার করেছে মাদারীপুরের র্যাব ৮। আজ শনিবার দুপুর ১টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য জানায় র্যাব। র্যাবের প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের জানায়, গোপন সংবাদের মাধ্যমে র্যাব জানতে পারে, দীর্ঘদিন যাবৎ একটি সংঘবদ্ধ চক্র বাংলাদেশ থেকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে নারী পাচার করে আসছে। সংঘদ্ধ চক্রটির শিকার মূলত বাংলাদেশীর নিম্ম আয়ের নারীরা। পাচারে আগে বিভিন্ন নামে প্রতারণমূলক বিবাহ, উচ্চ বেতনে চাকুরীর প্রলোভন দেখিয়ে অবৈধভাবে ইন্ডিয়া নিয়ে উচ্চমূল্যে তাদের বিভিন্ন শহরে দেহ ব্যবসার জন্য বিক্রি করে দেয়।
র্যাব আরো জানায়,উদ্ধার হওয়া নারীকে অনেকদিন আগে বিয়ে করে ভারতে পাচার করার উদ্দেশ্যে গতকাল শুক্রবার বিকালে বেনাপোল নেয়ার পথে। উদ্ধার কৃত পাচার হওয়া নারীর পরিবারের তথ্যের ভিত্তিতে র্যাব-৮ সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্প কমান্ডার মেজর রাকিবুজ্জামানের নেত্বতে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে প্রথমে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা থেকে নরাইল জেলার কালিয়া থানার বাকা এলাকার মোঃ সারেজান শেখের ছেলে মোঃ আনিচ শেখ মেহেদী আমিনুর(২৫) গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন রাত ১১ টায় অপর আসামী সারেজান শেখের স্ত্রী রেহেনা বেগম(৪৫) নরাইল থেকে গ্রেপ্তার করে। র্যাব আরো জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে নারীপাচার সংঘবদ্ধ চক্রের সদস্য ও নারী পাচারের বর্ণিত কৌশল সমুহের কথা স্কীকার করে। গ্রেপ্তার কৃত ব্যাক্তিদের বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা প্রক্রিয়া ধীন আছে।
এবিএন/সাব্বির হোসাইন/জসিম/তোহা