![ফেনী জেলা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়নের উদ্বোধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/08/12/feni_abnews1_94061.jpg)
ফেনী, ১২ আগস্ট, এবিনিউজ : আজ শনিবার সকালে ফেনীর শহরের এসএসকে রোডস্থ কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির আযোজনে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়।
জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আবু তাহেরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকন।
বিশেষ অতিথি ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষন বিষয়ক সম্পাদিকা রেহানা আক্তার রানু।
এ্যাডভোকেট মেজবাহ উদ্দিনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারন সম্পাদক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য জিয়া উদ্দিন মিষ্টার, যুগ্ম সাধারন সম্পাদক মনোয়ার হোসেন দুলাল, ফেনী সদর বিএনপির সভাপতি ফজলুর রহমান বকুল, সোনাগাজী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক জামাল উদ্দিন সেন্টু, সোনাগাজী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিন উদ্দিন দোলন।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, পরশুরাম পৌরসভার সাবেক মেয়র মোঃ আবু তালেব, জেলা জাসাসের আহবায়ক মোঃ হাফিজ উদ্দিন, ফুলগাজী উপজেলা জাসোসের সভাপতি গোলাম রসুল গোলাফ, জেলা যুবদলের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন পাটোয়ারী, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক সালাউদ্দিন মামুন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কফিল উদ্দিন মামুন, সাধারন সম্পাদক সাইদুর রহমান জুয়েল ছাড়াও জেলার ছয়টি উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের বিপূল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে জেলা বিএনপির সদস্য সংগহ্র ও নবায়ন কার্যক্রম উদ্বোধন করা হয়।
এবিএন/গমির/জসিম/এমসি