বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • “বঙ্গবন্ধুকে জানো, বাংলাদেশকে জানো” রচনা প্রতিযোগীয় দেশসেরা কুলাউড়ার রুদেলা ধর

“বঙ্গবন্ধুকে জানো, বাংলাদেশকে জানো” রচনা প্রতিযোগীয় দেশসেরা কুলাউড়ার রুদেলা ধর

“বঙ্গবন্ধুকে জানো, বাংলাদেশকে জানো” রচনা প্রতিযোগীয় দেশসেরা কুলাউড়ার রুদেলা ধর

কুলাউড়া (মৌলভীবাজার), ১২ আগস্ট, এবিনিউজ : বাংলাদেশ শিশু একাডেমী আয়োজিত “বঙ্গবন্ধুকে জানো, বাংলাদেশকে জানো” রচনা প্রতিযোগীতায় দেশ সেরা হয়েছে কুলাউড়া রুদেলা ধর। রুদেলা কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী।

গত মার্চ মাসে সারা দেশের তিন সহস্রাধিক শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত এ রচনা প্রতিযোগীতার আনুষ্ঠানিক ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ১০ আগস্ট বৃহস্পতিবার বিকেলে ঢাকায় শিশু একাডেমীর কেন্দ্রিয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে দেশ সেরা রুদেলা ধরের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে বিশেষ অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ ও সাহিত্যিক ড. জাফর ইকবাল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মহিলা ও শিশু বিয়ষক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি রেবেকা মমিন।

বিশেষ অতিথি ছিলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের সচিব নাসিমা বেগম, শিশু একাডেমীর চেয়ারম্যান কথাসাহিত্যিক সেলিনা হোসেন, মহাপরিচালক ও শিশু সাহিত্যিক আনজির লিটন, শিশু সাহিত্যির আসলাম সানি, টিভি ব্যাক্তিত্ব ফেরদৌস বাপ্পীসহ দেশের খ্যাতিমান সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, দৈনিক আজকালের খবরের কুলাউড়া প্রতিনিধি আশীষ কুমার ধর ও গৃহীনি রাখী ধরের প্রথম মেয়ে রুদেলা ধর ৮ম শ্রেণীর জেএসসি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল। সে বড় হয়ে এক ডাক্তার হতে চায়। রুদেলা সকলের কাছে আর্শিবাদ প্রার্থী।

এবিএন/পবন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত