বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

আবারও পানি বেড়েছে হাকালুকি হাওরে

আবারও পানি বেড়েছে হাকালুকি হাওরে

কুলাউড়া, ১২ আগস্ট, এবিনিউজ : গত ৩ দিনের বৃষ্টির কারণে আবারও পানি বেড়েছে হাকালুকি হাওরে। দীর্ঘস্থায়ী বন্যার পর গত দুই সপ্তাহে মানুষের বাড়িঘর থেকে বন্যার পানি নামা শুরু করেছিল।

গত কয়েকদিনের থেমে থেমে বৃষ্টি ও শুক্রবার রাত থেকে টানা বৃষ্টির কারণে আবারও হাওরে পানি বাড়ার ফলে দূর্ভোড়ে পড়েছেন হাওরবাসী।

এদিকে বন্যায় বোরো ফসল নষ্ট হওয়ায় খাদ্য অধিদফতরের উদ্যোগে মে মাসের প্রথম সপ্তাহে হাওর এলাকার উপজেলাগুলিতে ডিলারের মাধ্যমে ওএমএসের চাল বিক্রি শুরু হয়। বর্তমানে তাও বন্ধ রয়েছে।

এছাড়া গত ৬ আগষ্ট দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর থেকে জারি করা এক আদেশে ঈদুল আজহা উপলক্ষে বন্যা কবলিত, দুস্থ এবং অতি দরিদ্র লোকজনের জন্য ভিজিএফের খাদ্যশস্য বরাদ্দ স্থগিতের কথা জানানো হয়। ওই কর্মসূচির আওতায় প্রত্যেক উপকারভোগীর বিপরীতে ১০ কেজি করে খাদ্যশস্য বরাদ্দ হতো।

এদিকে জেলা প্রশাসনের সূত্র মতে, বন্যায় জেলার ৫টি উপজেলার ১টি পৌরসভা ও ২৫টি ইউনিয়নে ২শ ৯৪টি গ্রামের ২ লাখ ৯৪ হাজার ২৭০ জন লোক ক্ষতিগ্রস্থ হয়েছেন। ক্ষতিগস্ত শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ২ শ ৪৮টি, ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা ৫৩ হাজার ৩ শ ৪২টি, ক্ষতিগ্রস্ত কৃষি জমির পরিমাণ ৫ হাজার ৬ শ ৪৩ হেক্টর, ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি সম্পূর্ণ ৫ শ ২৫ টি, আংশিক ক্ষতিগ্রস্ত ৬ হাজার ৯০৮টি ও বন্ধ শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৯৯টি।

কুলাউড়ার হাকালুকি হাওর এলাকার ভুকশিমইল ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান মনির বলেন, ‘মানুষের বাড়িঘর থেকে বন্যার পানি নামা শুরু করেছিল। গত কয়েকদিনের থেমে থেমে বৃষ্টি ও শুক্রবার রাত থেকে টানা বৃষ্টির কারণে আবারও হাওরে পানি বাড়তে শুরু করেছে।

তিনি আরও বলেন, বানভাসী মানুষ বোরো ফসল হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন। ওএমএস চালুর পর কিছু মানুষ কম দরে চাল কেনার সুযোগ পেয়েছিলেন। পরে তা-ও বন্ধ হয়ে যায়। এখন কোরবানির ঈদে ভিজিএফ বন্ধ থাকবে। মানুষের ভোগান্তি আরও বেড়ে গেছে।

এবিএন/কুলাউড়া/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত