বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

শ্রীমঙ্গলে গ্রিন টি কারখানা স্থাপনের উদ্যোগ

শ্রীমঙ্গলে গ্রিন টি কারখানা স্থাপনের উদ্যোগ

শ্রীমঙ্গল, ১৩ আগস্ট, এবিনিউজ : দেশের চা শিল্পাঞ্চল ও চায়ের রাজধানী শ্রীমঙ্গলে একটি গ্রিন টি কারখানা স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট( বিটিআরআই) ক্যাম্পাসে এই কারখানা স্থাপন করবে বাংলাদেশ চা বোর্ড। বাংলাদেশ চা বোর্ড সুত্র জানায়, শ্রীমঙ্গলে অবস্হিত বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের চা বিজ্ঞানীদের গবেষণা কার্যক্রমকে আরো গতিশীল, গবেষণার পরিধি বৃদ্ধি ও কর্মমূখী করতে এই কারখানা স্হাপনের উদ্দ্যােগ নেয়া হয়েছে।

সুত্র আরো জানায়, দেশে ব্লাক টি'র পাশাপাশি গ্রিন টি'র ও চাহিদা দিন দিন বাড়ছে। তাই দেশের চাহিদা মেটাতে গ্রিন টি'র যোগান ও বৈদেশিক মুদ্রা অর্জনের লক্ষে গ্রিন টি বিদেশে রপ্তানির বিষয়টিও চিন্তা-ভাবনা করা হচ্ছে। সম্প্রতি একটি চীনা প্রতিনিধি দল শ্রীমঙ্গল বিটিআরআই ক্যাম্পাসে গ্রিন টি কারখানা স্হাপনের সম্ভাব্য স্হান পরিদর্শন করেছেন। এ সময় বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মো. সাফিনুল ইসলাম এনডিসি পিএসসি, চা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক মোহাম্মদ আলী, প্রকল্প উন্নয়ন ইউনিটের কো- অর্ডিনেটর এম শাহাবুদ্দিন মাহমুদসহ চা সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এবিএন/ আতাউর রহমান কাজল/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত