![গৌরনদীতে জনতার রোষানলে সওজ কর্মকর্তা](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/08/13/barisal_abnews_94305.jpg)
বরিশাল, ১৩ আগস্ট, এবিনিউজ : ঢাকা-বরিশাল মহাসড়কের বেহাল দশা পরিদর্শনে এসে উত্তেজিত জনতার তোপের মুখে পরে দ্রুত স্থান ত্যাগ করেছেন সওজের উপ-সহকারী প্রকৌশলী। ঘটনাটি ঘটেছে আজ রবিবার সকাল দশটার দিকে মহাসড়কের গৌরনদী উপজেলার মাহিলাড়া এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল দশটার দিকে মহাসড়কের মাহিলাড়া এলাকায় সড়ক ও জনপথের একটি গাড়ি দেখতে পেয়ে এলাকাবাসী এগিয়ে আসনে। এসময় ওই গাড়ির মধ্যেই বসা ছিলো বরিশাল সড়ক ও জনপদ বিভাগের গৌরনদী উপজেলার দায়িত্বে থাকা উপ-সহকারী প্রকৌশলী মোঃ হানিফ।
সওজের গাড়ি দেখেই স্থানীয়রা গাড়িটি ঘিরে রেখে সেতু মন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ঈদ-উল আযহার আগেই সড়ক সংস্কার করা হবে কিনা সে বিষয়ে প্রকৌশলীর কাছে জানতে চান। এসময় খুব শীঘ্রই মহাসড়ক সংস্কারের কাজ শুরু করা হবে বলে জানিয়েই দ্রুত স্থান ত্যাগ করেন ওই প্রকৌশলী।
সূত্রমতে, দক্ষিণাঞ্চলের সাথে যোগাযোগের একমাত্র ব্যস্ততম ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর ভুরঘাটা থেকে উজিরপুরের ইচলাদী পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার অংশে সড়ক বর্ধিত করনের নামে গত আট মাস পর্যন্ত ঠিকাদার খোঁড়াখুড়ি করে কাজ ফেলে রাখায় মূল সড়ক ক্ষতিগ্রস্থ হয়ে উজিরপুর ও গৌরনদী উপজেলার অংশ এখন মরন ফাঁদে পরিনত হলেও বিষয়টি দেখার যেন কেউ নেই। প্রতিনিয়ত চরম ঝুঁকির মধ্যে ৩০ কিলোমিটারের অংশে চলাচল করছে সহস্রাধীক যাত্রী ও মালবাহী পরিবহন।
এবিএন/কল্যান/জসিম/এমসি