
সুনামগঞ্জ, ১৩ আগস্ট, এবিনিউজ : সুনামগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান বলেছেন, যারাই ১৯৭১ সালের ১৫ই আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করেছিল সেই খুনী মোস্তাক, জেনারেল জিয়া ও স্বাধীনতা বিরোধী জামায়াত শিবিরচক্রটি এখনো বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেনি।
বঙ্গবন্ধুর সুযোগ্য উত্তরসূরী মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে আওয়ামীলীগ যখন দেশ পরিচালনা করে বিশ্বে বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত করছেন ঠিক সেই মূহুূর্তে ঐ চক্রটি এখনো শেখ হাসিনাকে হত্যার নীলনকসা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন দেশের মানুষ এখন জানে এবং বুঝে এই দেশকে অসাম্প্রদায়িকতার চেতনায় এগিয়ে নিয়ে যেতে হলে একমাত্র শেখ হাসিনার নেতৃত্বেই কেবল সম্ভব।
আগামী ১৫ই আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দিনে জেলার সকল আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা শহরের রমিজ বিপণীস্থ আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে সমবেত হয়ে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য দলীয় নেতাকর্মীসহ মুক্তিযুদ্ধের চেতনার প্রতিটি মানুষকে উপস্থিত থাকার জন্য আহবান জানান। তিনি আরো বলেন যারা গত শুক্রবার জেলা আওয়ামীলীগের সভাপতির অনুমতি ছাড়া সুনামগঞ্জে ১৫ আগষ্টকে সামনে রেখে এই ধরনের প্রস্তুতি সভা করেছেন তারা রীতিমতো দলীয় শৃংখলা ভঙ্গ করেছেন।
তিনি গতকাল শনিবার রাত ৮টায় সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের উদ্যোগে রমিজ বিপণীস্থ দলীয় কার্যালয়ে আগামী ১৫ই আগষ্ট জাতির পিতার শাহাদাত বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা মুকুটের সভাপতিত্বে ও জেলা যুবলীগের সিনিয়র সদস্য বাবু সবুজ কান্তি দাসের সঞ্চালনায় প্রস্তুতি সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সুনামগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব আয়ুব বখত জগলুল, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম, জেলা আওয়ামীলীগ নেতা শংকর দাস, পৌর আওয়ামীলীগের সভাপতি বিকাশ কান্তি দে বাবুল, সাধারন সম্পাদক মোঃ সাজিদুর রহমান সাজিদ, জেলা যুবলীগের সিনিয়র সদস্য এডভোকেট কল্লোল তালুকদার, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি ঝন্টু তালুকদার, জেলা শ্রমিকলীগের সাবেক সহ সাধারন সম্পাদক মাহমুদুল হাসান টিপু, জেলা কৃষকলীগ নেতা যথিন্দ্র মোহন তালুকদার, জেলা ছাত্রলীগের সহ সভাপতি আরিফুল হক, জেলা ছাত্রলীগের উপ প্রচার সম্পাদক এনামুল হক চৌধুরী, জেসান এনায়েত রাজা চৌধুরী, দিপংঙ্কর কান্তি দে, গৌতম তালুকদার প্রমুখ।
এবিএন/অরুন/জসিম/এমসি