সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা না থাকলে মাদকের সাথে জড়িয়ে পড়বে: শিল্পমন্ত্রী আমু

খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা না থাকলে মাদকের সাথে জড়িয়ে পড়বে: শিল্পমন্ত্রী আমু

খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা না থাকলে মাদকের সাথে জড়িয়ে পড়বে: শিল্পমন্ত্রী আমু

ঝালকাঠি, ১৪ আগস্ট, এবিনিউজ: খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা না থাকলে মাদকের সাথে জড়িয়ে পড়বে বলে সতর্ক করেন আর পরামর্শ দেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বাংলাদেশ ছাত্রলীগ ঝালকাঠি জেলা শাখার উদ্যেগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা গতকাল জেলা শিল্পকলা একাডেমীতে বেলা ৩ টায় অনুষ্ঠিত অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।

জেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম এর সভাপতিত্বে সাধারন সম্পাদক এসএম আল আমিন এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন দক্ষিণাঞ্চলের উন্নয়নের রুপকার জাতীয় নেতা শিল্পমন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমু এমপি। জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, যুবলীগের নেতৃবৃন্ধসহ ছাত্রলীগের বিভিন্ন উপজেলার নেতৃবৃন্ধ উপস্থিত ছিলেন।

সভায় শিল্পমন্ত্রী আমির হোসেন আমু জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বির্নিমানে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ভিশন বাস্তবায়নের লক্ষে ছাত্রলীগকে অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করার আহবান জানান। সভাশেষে জাতীর জনকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

এবিএন/আজমীর হোসেন তালুকদার/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত