![হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/08/14/hobigoang_abnews24 copy_94467.jpg)
হবিগঞ্জ, ১৪ আগস্ট, এবিনিউজ : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের অলিপুরে ট্রাক ও মাইক্রোবাসের ধাক্কায় ২ জন নিহত হয়েছেন । আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষনিকভাবে নিহতদের নাম পরিচয জানা যায়নি। হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা-সিলেট মহাসড়কের অলিপরে একটি ইট বোঝাই ট্রাক দাঁড়ানো ছিল । এ সময় সিলেট গামী একটি মাইক্রোবাস ট্রাকটিকে ধাক্কা দিলে মাইক্রোবাসের দুইজন যাত্রী মারা যায়।
এবিএন/নুরুজ্জামান/জসিম/তোহা