
নড়াইল, ১৪ আগস্ট, এবিনিউজ : নড়াইল-যশোর সড়কের দুর্বাজুড়ি এলাকায় বাস-নসিমন সংঘর্ষে বিনা বিশ্বাস (৭৫) নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় ১৪ জন আহত হন। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিনা নড়াইল সদরের আগদিয়াচর গ্রামের নিরোধ বিশ্বাসের স্ত্রী। পুলিশ বাসটিকে জব্দ করলেও চালক পলাতক রয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আগদিয়াচর ও বেনাহাটি এলাকা থেকে জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিতে কয়েকটি নসিমন যোগে নড়াইল শহরে আসছিলেন বিনা বিশ্বাসসহ ওই এলাকার হিন্দু ধর্মালম্বীরা।
শহর সংলগ্ন দুর্বাজুড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যশোরগামী যাত্রীবাহী বাসের (খুলনা-ব-১১৪৫) সঙ্গে সংঘর্ষে সড়কের পাশে খাদে পড়ে যায় হিন্দু পূর্ণ্যার্থীবাহী নসিমন। এ সময় নসিমনযাত্রী বিনা বিশ্বাস নিহত হন। আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এবিএন/খায়রুল/জসিম/এমসি