![মানিকগঞ্জে স্রোতে ভেঙ্গে গেল দেড় কোটি টাকার বাঁধ](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/08/14/saturia-bhad_abnews_94505.jpg)
মানিকগঞ্জ, ১৪ আগস্ট, এবিনিউজ : মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় কালীগঙ্গা নদীর তীব্র স্রোতে ভেঙ্গে গেছে পশ্চিম চরতিল্লী গ্রামের দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিত বাঁধ।
আজ সোমবার সকালে উপজেলার চরতিল্লি এলাকার নদী ভাঙ্গন রোধ করতে নিমিত ৭ শত মিটার বাঁধের কিছু অংশ নদীর তীব্র স্রোত কারনে ভেঙ্গে গেছে।বাঁধ ভেঙ্গে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় এলাকাবাসী। বাঁধটি মেরামতে স্থানীয়দের উদ্যোগে ভাঙ্গা অংশে ফেলা হচ্ছে বালির বস্তা।
তিল্লি ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড সদস্য (ইউপি মেম্বার) মো: সেলিম মিয়া জানায়, ৮ মাস আগে পশ্চিম চরতিল্লি গ্রামে কালীগঙ্গা নদীর ভাঙন রক্ষায় ৭ শত মিটার এলাকায় জিও ব্যাগ দিয়ে তীর রক্ষা বাঁধ নির্মাণ করা হয়। সেই সময় স্থানীয় সংসদ সদস্য স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন বাঁধটির আনুষ্ঠানিক উদ্বোধন করে। সোমবার সকালের দিকে বাঁধের ১শ মিটার এলাকা ভেঙ্গে নদী তীরবর্তী এলাকায় পানি ঢুকে পড়ে।
স্থানীয় শাকিল সরকার জানায়, গত কয়েক বছর ধরেই কালীগঙ্গার ভাঙনে রাস্তাঘাট, ফসলি জমি, ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যায়। এরই ধারাবাহিকতায় পানি উন্নয়ন বোর্ড ওই এলাকায় প্রতিরক্ষামূলক বাঁধ নির্মাণ করে। বাঁধটি ভেঙ্গে যাওয়ায় আজ সোমবার সকাল থেকে স্থানীয় এলাকাবাসী নিজেদের উদ্যোগে বালির বস্তা ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করে।
তবে, ওই স্থানের বাঁধটি স্থায়ীভাবে রক্ষা করা না হলে মানিকগঞ্জ-টাঙ্গাইল সড়ক, একটি প্রাথমিক বিদ্যালয়, মসজিদ, মাজার ও নদী তীরবর্তী বেশ কিছু বাড়িঘর নদীতে বিলীন হয়ে যাবে।
মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাসান মাহমুদ জানায়, স্থানীয়দের খবরের ভিত্তিতে পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি ঘটনাস্থল পরিদর্শন করেছে। খুব শীঘ্রই বাঁধটি মেরামতে ব্যবস্থা নেওয়া হবে।
এবিএন/সোহেল/জসিম/এমসি