![সেনাবাহিনীরা প্রতিরোধ গড়ে তুললে বঙ্গবন্ধুকে হত্যা করতে পারতো না: শেখ সেলিম](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/08/15/gopalgonj-selim@abnews_94594.jpg)
গোপালগঞ্জ, ১৫ আগস্ট, এবিনিউজ: বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, ’৭৫ এর ১৫ই আগস্ট যদি সেনাবাহিনীর কর্মকর্তারা দূর্বার প্রতিরোধ গড়ে তুলতেন তাহলে ঘাতকেরা নির্মমভাবে বঙ্গবন্ধুকে হত্যা করতে পারতো না। প্রতিরোধের মুখে সেদিন হত্যাকারীরা পালাবারও পথ খুঁজে পেতো না। তিনি বলেন- কি কারণে, কোন রহস্যে সেদিন সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তারা প্রতিরোধ গড়ে তুললেন না জাতি আজ তা জানতে চায়। এজন্য তিনি তদন্ত কমিশন করারও দাবী জানান। জেলা আই কেয়ার প্রোগ্রাম ভিশন বাংলাদেশের আওতায় গোপালগঞ্জে গতকাল সোমবার দুপুরে চক্ষু স্বাস্থ্য পরিচর্যা বিষয়ে সচেতনতা বৃদ্ধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সাইট সেভার্সের সহযোগিতায় গোপালগঞ্জ শেখ ফজিলাতুন্নেসা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান এই সবার আয়োজন করে। গোপালগঞ্জ শেখ ফজিলাতুন্নেসা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান-এর পরিচালক ডাঃ সাইফুদ্দিন আহম্মেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান প্রমুখ বক্তব্য রাখেন। সে সময় উক্ত অনুষ্ঠানে শেখ ফজিলাতুন্নেসা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের উপ-পরিচালক ডা. বিমল কৃষ্ণ বাইন, সহকারী পরিচালক ডা. অমৃত লাল বিশ্বাস, ডেন্টাল কলেজের পরিচালক ডা. শফিকুল আলম চৌধুরী, শেখ ছাহেরা খাতুন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মঈনউদ্দিন, গোপালগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মো. রবিউল হাসান, ২৫০ শস্যা বিশিষ্ট সরকারী হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. ফরিদুল ইসলাম চৌধুরী, অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার চেয়ারম্যান ও সদস্য, পৌরসভার মেয়র ও কাউন্সিলরগণ এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারগণ উপস্থিত ছিলেন। এছাড়া ডাক্তার, নার্স এবং আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এবিএন/এম আরমান খান জয়/জসিম/নির্ঝর