![কোটালীপাড়ার সকল সড়ক গতিরোধকবিহীন ঘটছে দুর্ঘটনা ঝরছে প্রাণ](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/08/15/goplagonj-sorok@abnews_94595.jpg)
গোপালগঞ্জ, ১৫ আগস্ট, এবিনিউজ: গোপালগঞ্জের কোটালীপাড়ার সকল সড়ক গতিরোধকবিহীন, ঘটছে দুর্ঘটনা ঝরছে প্রাণ। উপজেলা সদর থেকে কান্দি সড়কে রয়েছে- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কোটালীপাড়া সরকারি কলেজ, বালিয়াভাঙ্গা হাইস্কুল, পিনজুরী হাইস্কুল, চৌধুরীর হাট, ধারাবাশাইল বাজার, কান্দি হাইস্কুল। সদর থেকে পয়সারহাট পর্যন্ত সড়কে রয়েছে- সিকির বাজার হাইস্কুল, অবদার হাট বাজার, এমএম খান হাইস্কুল, হরিনাহাটি হাইস্কুল। সদর থেকে রাজৈর পর্যন্ত সড়কে রয়েছে- কমল কুঁড়ি হাইস্কুল, ছিকটিবাড়ী প্রাইমারী স্কুল, দেবগ্রাম স্কুল, মনোহর মার্কেট বাজার, রাধাগঞ্জ বাজার হয়ে ভাঙ্গারহাট বাজার, রাম নগর বাজার। সদর থেকে গোপালগঞ্জ পর্যন্ত সড়কে রয়েছে- উপজেলা সদর, ঘাঘর বাজার মহুয়া স্ট্যান্ড, তারাশি প্রাইমারী স্কুল, মাঝবাড়ী হাইস্কুল। এই সকল স্থানে মূল সড়ক পারাপার হয়ে প্রতিদিন হাজার হাজার ছাত্র-ছাত্রী, জনসাধারণ সহ স্বাস্থ্য কমপ্লেক্সে শতশত রোগী ও সঙ্গে থাকা সজনেরা চলাচল করে। অথচ কোন গতিরোধক না থাকার কারনে সীমাহীন গতিতে চলছে বাস-ট্রাক, মটর সাইকেল, ইজিবাইক, মটরচালিত ভ্যান, নিষিদ্ধ ঘোষিত নছিমন-করিমন আর প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এই সকল এলাকাবাসীর দাবী, সড়কে গতিরোধক না থাকায় প্রতিদিন দুর্ঘটনা কবলিত হয়ে হাত-পা পঙ্গু হওয়া সহ অকালে মৃতবরণ করছে অসংখ্য লোক। স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সেবা নিতে আসা রোগী ও স্বজনেরা বলেন- হাসপাতালের সামনে গতিরোধক না থাকার কারনে খুব দ্রুত গতিতে হর্ণ বাজিয়ে যান বাহন চলাচল করায় প্রতিনিয়ত দূর্ঘটনা ঘটা সহ বেডে ঘুমন্ত রোগী পর্যন্ত লাফিয়ে ওঠে। তাই আমাদের দাবী হাসপাতাল সহ ঐ সব এলাকায় অতিসত্তর সরকার যেন গতিরোধক তৈরি করে দেন। এছাড়াও বিভিন্ন এলাকার সচেতন মহল, স্থানীয় সরকার সহ উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে এসব সড়কে অতিদ্রুত গতিরোধকের ব্যবস্থা করার জন্য দাবী জানিয়েছেন।
এবিএন/এম আরমান খান জয়/জসিম/নির্ঝর