শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • কোটালীপাড়ায় বিপুল উৎসব-উদ্দিপনার মধ্য দিয়ে জন্মাষ্টমী পালিত

কোটালীপাড়ায় বিপুল উৎসব-উদ্দিপনার মধ্য দিয়ে জন্মাষ্টমী পালিত

কোটালীপাড়ায় বিপুল উৎসব-উদ্দিপনার মধ্য দিয়ে জন্মাষ্টমী পালিত

গোপালগঞ্জ, ১৫ আগস্ট, এবিনিউজ: গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিপুল উৎসব-উদ্দিপনার মধ্য দিয়ে জন্মাষ্টমী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ১৪ আগষ্ট সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে শ্রীকৃষ্ণের ভক্ত অনুসারীরা কোটালীপাড়া কেন্দ্রী কালিমন্দির প্রাঙ্গনে মিলিত হতে থাকেন। বেলা ১১টায় কালিমন্দির প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মন্দির প্রাঙ্গনে আলোচনা সভায় মিলিত হয়। কোটালীপাড়া পুজা উদযাপন পরিষদের সভাপতি মাইকেল হিরোহিত বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান, কাজী আক্রাম উদ্দিন আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, কোটালীপাড়া পৌরমেয়র এইচ এম অহিদুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মী সরকার, প্রফেসর কার্তিক চন্দ্র বিশ্বাস, পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক নারায়ন চন্দ্র দাম, প্রমুখ।

এবিএন/এম আরমান খান জয়/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত