![রাজবাড়ীতে জাতীয় শোক দিবস পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/08/15/rajbari-shok@abnews_94612.jpg)
রাজবাড়ী, ১৫ আগস্ট, এবিনিউজ: রাজবাড়ীতে যথাযোগ মর্যাদায় স্বাধীন বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, সাবেক প্রেসিডেন্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রাজবাড়ী ১আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলীর নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধুর ভাষ্কর্যে পুষ্পমাল্য অর্পণ মধ্য দিয়ে শুরু হয় শ্রদ্ধা নিবেদন।
পরে জেলা প্রশাসক জিনাত মো. শওকত আলীর নেতৃত্বে জেলা প্রশাসনের পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধুর ভাষ্কর্যে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসন।
পরে জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও রাজবাড়ী ১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলীর নেতৃত্বে পুষ্পমাল্য অরপণ করেন করা হয়। এসময় সংরক্ষিত মহিলা আসনের এমপি কামরুন নাহার চৌধুরী লাভলী, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ফকির আব্দুল জব্বার, যুগ্ন সাধারন সম্পাদক কাজী ইরাদত আলী, পৌর মেয়র মোহাম্মদ আলী চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার সালমা বেগম পিপিএম এর নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধুর ভাষ্কর্যে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এসময় পুলিশের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
তাছারাও দিবসটি পালনের জন্য জেলা আওয়ামী লীগসহ দলের বিভিন্ন সহযোগী সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন বিস্তারিক কর্মসূচি গ্রহণ করেছে। তারি ধারা বার্হিক অতায় জেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে সকাল ৮াটয় জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতরণ ও জাতীর জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়।
এর আগে সকাল জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে একটি শোক র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের পক্ষ থেকে একটি শোক র্যালী বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সকাল ১০াটয় জেলা প্রশাসক কার্যালয়ের সমনে আ¤্রকান চত্বরে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করে প্রশাসন। আলোচনা সভা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।
এবিএন/খন্দকার রবিউল ইসলাম/জসিম/নির্ঝর