শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

বেরোবিতে জাতীয় শোক দিবস পালিত

বেরোবিতে জাতীয় শোক দিবস পালিত

বেরোবি (রংপুর), ১৫ আগস্ট, এবিনিউজ : বিভিন্ন কর্মসচির পালনের মধ্য দিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪২ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় কালো ব্যাজ ধারণ, কালো পতাকা উত্তোলন ও জাতীয় পতাকা অর্ধনিমিত রাখাসহ ক্যাম্পাসে শোক র‌্যালি করা হয়।

র‌্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ ক্যাফেটেরিয়ার সামনে বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন। এরপর জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, প্রগতিশীল শিক্ষক সমাজ, নীল দল, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, কর্মকর্তা এসোসিয়েশন, কর্মচারী ইউনিয়ন এবং বিভিন্ন বিভাগ ও দপ্তর এবং অন্যান্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এরপর উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ-এর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। তবে কেন্দ্রীয় র‌্যালিসহ স্ব-স্ব ব্যানারের বিভিন্ন বিভাগ, দপ্তর, সংগঠনগুলোতে উপস্থিতি অনেক নগণ্য ছিল। এ দিকে, বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদের পক্ষ থেকে সাড়ে ১০ টার দিকে আরেকটি শোক র‌্যালি বের করা হয়। র‌্যালিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ, পরিষদের আহবায়ক হাফিজুর রহমান সেলিম, সদস্য সচিব মশিউর রহমানসহ প্রমূখ উপস্থিত ছিলেন।

এবিএন/তপন কুমার রায়/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত