বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • শিক্ষাঙ্গন
  • বেরোবি’র সরকারের উন্নয়ন সম্পর্কীয় প্রচার সেল কর্তৃক বন্যার্তদের ত্রাণ বিতরণ

বেরোবি’র সরকারের উন্নয়ন সম্পর্কীয় প্রচার সেল কর্তৃক বন্যার্তদের ত্রাণ বিতরণ

বেরোবি’র সরকারের উন্নয়ন সম্পর্কীয় প্রচার সেল কর্তৃক বন্যার্তদের ত্রাণ বিতরণ

বেরোবি (রংপুর), ১৫ আগস্ট, এবিনিউজ : উত্তরাঞ্চলের নীলফামারী ও লালমনিরহাট জেলার বন্যা দুর্গত বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গঠিত আওয়ামী লীগ সরকারের উন্নয়ন সম্পর্কীয় প্রচার সেল। গতকাল সোমবার দিনব্যাপী প্রচার সেলের একটি প্রতিনিধি দল দুই জেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করার পাশাপাশি প্রায় ৬শত বানভাসি পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করেন। আওয়ামী লীগ সরকারের উন্নয়ন সম্পর্কীয় প্রচার সেলের আহবায়ক ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক মশিউর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দলটি নীলফামারী জেলার ডিমলা এবং লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার কয়েকটি এলাকায় এই ত্রাণ বিতরণ করেন। এসময় প্রচার সেলের সদস্য সচিব ও রসায়ন বিভাগের শিক্ষক নুরুজ্জামান খান এবং সদস্য ও একই বিভাগের শিক্ষক অবিনাশ চন্দ্র সরকারসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রচার সেলের আহবায়ক ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক মশিউর রহমান জানান, বর্তমান সরকার সব সময় জনগণের পাশে ছিলো। বন্যা দুর্গত এলাকায় সরকারের পক্ষ থেকে ত্রাণসহ বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বানভাসি মানুষগুলোর পাশে দাড়ানোর আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। এ দিকে প্রতিনিধি দলটি দিনব্যাপী ত্রাণ বিতরণ কার্যক্রম শেষ করে রাতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ (বিটিএফও) এর সাথে সাক্ষাৎকার করে। এসময় উপাচার্য বন্যা দুর্গতদের পাশে দাড়ানোর জন্য এমন কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে বলেন, মানবিক বিপর্যয়ের সময় মানুষ হিসেবে আমাদেরকেই পাশে দাড়াতে হবে। মনে করতে হবে আমাদের ভাই-বোনেরাই বিপদে রয়েছে, তাদের পাশে দাড়ানো আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। তাছাড়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করতে সবাইকে এগিয়ে আসতে হবে।

এবিএন/তপন কুমার রায়/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত