![বেরোবিতে জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু পরিষদের আলোচনা সভা](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/08/15/abnews-24.comabbbbbbbbbbbb_94657.jpg)
বেরোবি (রংপুর), ১৫ আগস্ট, এবিনিউজ : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদায় শোক র্যালি ও আলোচনার মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪২ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে বঙ্গবন্ধু পরিষদ। দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১০ টায় একটি শোক র্যালি বের করা হয়। র্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া ভবনে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বঙ্গবন্ধু পরিষদের আহবায়ক ড. আরএম হাফিজুর রহমান সেলিমের সভাপতিত্বে এবং সদস্য সচিব মশিউর রহমানের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ প্রধান অতিথি হিসেবে ছিলেন।
এ সময় অন্যান্যদের মধ্যে বঙ্গবন্ধু পরিষদের সদস্য শিক্ষক নুরুজ্জামান খান, অবিনাশ চন্দ্র সরকারসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে স্বাধীনতা বিরোধী চক্রের বিরুদ্ধে সমষ্টিগতভাবে রুখে দাঁড়ানোর পাশাপাশি জাতির জনকের সোনার বাংলার গড়তে এগিয়ে আসার আহবান জানান।
এবিএন/তপন কুমার রায়/জসিম/তোহা