শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

গঙ্গাচড়ায় জাতীয় শোক দিবস পালন

গঙ্গাচড়ায় জাতীয় শোক দিবস পালন

গঙ্গাচড়া (রংপুর), ১৫ আগষ্ট, এবিনিউজ : রংপুরের গঙ্গাচড়ায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪২তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আজ মঙ্গলবার শোক র‌্যালি, আলোচনা সভা, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা, দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মাঠে ইউএনও আমিনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু।

অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান ফছিউল আলম, ওসি জিন্নাত আলী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আজিজুল ইসলাম, অধ্যক্ষ আবুল কাশেম, কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, শিক্ষার্থী নিশাত আল ইসলাম প্রমূখ।

এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে এক মিনিট নিরবতা পালন করা হয়। সভা শেষে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও শিক্ষার্থীদের মাঝে পরিবেশ বান্ধব গাছ বিতরণ করা হয়।

এদিকে উপজেলা আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধা সংসদ শাহাদত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি যথাযথ মর্যাদায় পালন করে। অর্ধনমিত রাখা হয় জাতীয় পতাকা।

এবিএন/স্বপন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত