![আগৈলঝাড়ায় জাতীয় শোক দিবস পালন](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/08/15/agailjhara_abnews_94672.jpg)
আগৈলঝাড়া (বরিশাল), ১৫ আগস্ট, এবিনিউজ : বরিশালের আগৈলঝাড়ায় আজ মঙ্গলবার সকালে জাতীয় শোক দিবস উপলক্ষে শোক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শোক র্যালী শেষে উপজেলা সদরের শহীদ আ. রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ হলরুমে জেলা আওয়ামীলীগ নেতা আ. রইচ সেরনিয়াবাতের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বরিশাল জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান-১ এ্যাড. রনজিত সমদ্দার।
আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সাবেক সাধারণ সম্পাদক যতীন্দ্রনাথ মিস্ত্রী, উপজেলা আওয়ামীলীগ সমন্বয়কারী আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত, জেলা পরিষদ সদস্য পেয়ারা ফারুক বখতিয়ার, ভাইস চেয়ারম্যান জসীম সরদার, মলিনা রানী রায়, আওয়ামীলীগ নেতা মজিবর সেরনিয়াবাত, প্রভাষক মো. নুরুল হক, উপজেলা কৃষকলীগ সভাপতি আ. রশিদ শিকদার, উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক অনিমেশ মন্ডল, উপজেলা শ্রমিকলীগ সভাপতি এ্যাড. কাসেম সরদার, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ইলিয়াস তালুকদার, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারন সম্পাদক জাকির পাইক, শহীদ আ. রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের ভিপি রাজীব ঘটক অর্ক প্রমুখ।
পরে দোয়া-মিলাদ শেষে কাঙালীভোজের আয়োজন করা হয়। এছাড়া মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা প্রশাসন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করেছে।
এবিএন/অপূর্ব/জসিম/এমসি