শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

মুন্সীগঞ্জে জাতীয় শোক দিবস পালন

মুন্সীগঞ্জে জাতীয় শোক দিবস পালন

মুন্সীগঞ্জ, ১৫ আগস্ট, এবিনিউজ : মিলাদ মাহফিল, দোয়া, আলোচনা সভা ও কাঙ্গালি ভোজের মধ্যদিয়ে মুন্সীগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ৯টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোক র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এসে শেষ হয়। শোক র‌্যালীতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসহ জেলার সকল শ্রেণী পেশার মানুষ স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণ করে।

জেলা প্রশাসন কর্তৃক আয়োতি এই শোক র‌্যালীতে অংশগ্রহণ করেন, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এড. মৃণাল কান্তি দাস, জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামীলীগ সভাপতি মো: মহিউদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক হারুন-অর-রশীদ (সার্বিক, শিক্ষা ও আইসিটি), অতিরিক্ত জেলা প্রশাসক ফজলে আজিম (রাজস্ব), পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা চেয়ারম্যান আনিস উজ্জামান আনিস ও মুন্সীগঞ্জ পৌর মেয়র হাজী ফয়সাল বিপ্লব প্রমুখ। র‌্যালী শেষে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্যদিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মুন্সীগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ, জেলা প্রশাসক, জেলা পুলিশ প্রশাসন, সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সীগঞ্জ প্রেস ক্লাব, জেলা যুব লীগ, জেলা ছাত্রলীগ, সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাস্কৃতিক সংগঠনসহ জেলার বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন।

পরে মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে জেলা ইউনিট কমান্ড কার্যালয়ে সূর্য উদয়ের সাথে সাথে জাতীয় পতাকা ও সংসদীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করেন। পরে সকাল ৭টার দিকে জেলা ইউনিট কমান্ড কার্যালয় ও মুন্সীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়।

এদিকে জেলা মুক্তিযোদ্ধা সংসদের সামনে জেলা যুব লীগ ও পৌর শিশুপার্কের সামনে জেলা শ্রমিকলীগ এবং সরকারি হরগঙ্গা কলেজের ভিতরে কলেজ শাখা ছাত্র লীগ কাঙ্গালী ভোজ ও দোয়া মাহফিলের আয়োজন করে।

এছাড়াও জেলার বিভিন্ন মোড়ে মোড়ে, ইউনিয়ন উপজেলা বিশেষ করে লৌহজং ও টঙ্গীবাড়ি উপজেলায় এ্যার্টনী জেনারেল মাহবুবে আলম ও সাগুফতা ইয়াসমিন এমিলি, সাংসদ, মুন্সীগঞ্জ-২ এর উদ্যোগে শোক র‌্যালীসহ দোয়া মাহফিল ও কাঙ্গালী ভোজের আয়োজন করে।

এবিএন/টিপু/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত