![হবিগঞ্জে জাতীয় শোক দিবস পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/08/15/rally_94797.jpg)
হবিগঞ্জ, ১৫ আগস্ট, এবিনিউজ : যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস হবিগঞ্জে পালিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়। বঙ্গবন্ধু ও তার পরিবারের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। আলোচনা সভায় বক্তৃতা করেন এডভোকেট আব্দুল মজিদ খান এমপি, আমাতুল কিবরিয়া চৌধুরী এমপি। জেলা প্রশাসনের আয়োজনে শোক র্যালি ও মৌন মিছিল বের করা হয়। এ উপলক্ষে রক্তদান কর্মসূচি, চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভাসহ জেলার বিভিন্ন স্থানে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
এবিএন/মোঃ নুরুজ্জামান ভূইয়া/জসিম/রাজ্জাক