শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

নড়াইলে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালিত

নড়াইলে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালিত

নড়াইল, ১৬ আগস্ট, এবিনিউজ: ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে নড়াইলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সূর্য্যেদয়ের সাথে সাথে সকল সরকারী, আধা সরকারী, স্বায়ত্ব শাসিত, শিক্ষা প্রতিষ্ঠান, ও বেসরকারী ভবন সমূহে অর্ধনমীত ভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। সকাল ৯ টায় জেলা প্রশাসনের উদ্যোগে বীরশ্রেষ্ট নূর মোহাম্মাদ ষ্টেডিয়াম থেকে শোক র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা শিল্পকলা একাডেমীতে এসে শেষ হয়। এর আগে জেলা প্রশাসন ও আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নড়াইল জেলা প্রশাসক মো. ইমদাদুল হক চৌধরী, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস, সাধারন সম্পাদক নিজাম উদ্দিন নিলু প্রমুখ। পরে সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমীতে পুরস্কার বিতরণী আলোচনা সভা, বাদ জোহর মসজিদে মসজিদে জাতির জনক ও তার পরিবার এবং অন্যান্য শহীদদের আত্মার মাগফিরত কামনা করে বিশেষ মোনাজাত ও মিলাদ মাহফিল, মন্দির ও গীর্জায় বঙ্গবন্ধুসহ সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্টিত হয়। এ ছাড়া বাংলাদেশ আওয়ামীলীগ নড়াইল জেলা শাখা ও তার অঙ্গসংগঠন সমুহ দিবসটি যথাযথ মর্যাদায় পালন করছে।

এ দিকে লোহাগড়া উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সূর্য্যেদয়ের সাথে সাথে সকল সরকারী, আধা সরকারী, স্বায়ত্ব শাসিত, শিক্ষা প্রতিষ্ঠান, ও বেসরকারী ভবন সমূহে অর্ধনমীত ভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। সকাল ৮.৩০মি. উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ, অঙ্গ সংগঠন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, মহিলা আলী’গ, লোহাগড়া থানা, নিরাপদ সড়ক চাই নড়াইল জেলা শাখা, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, বঙ্গবন্ধু তরুন লেখক পরিষদ, লোহাগড়া সাহিত্য পরিষদ, বিএমএসএফ, লোহাগড়া প্রেসক্লাব,লে.মতিয়ার স্মৃতী সংঘ, লোহাগড়া সরকারি কলেজ, মহিলা কলেজ, পাইলট স্কুলসহ বিভিন্ন প্রথিষ্টানের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নড়াইল ২ আসনের এমপি এ্যাড, সেখ হাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সৈয়দ ফয়েজুল আমির লিটু, উপজেলা নিরর্বাহী কর্মকর্তা মনিরা পারভিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফকির মফিজুল হক, লে.কর্নেল অব. সৈয়দ হাসান ইকবাল,আলী’গ নেতা আসিফুর রহমান বাপ্পি, শেখ আমিনুর রহমান হিমু,ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গিও আলম, পৌর মেয়র আসরাফুল আলম, আলী’গ নেতা মন্জুরুল করিম মুন, নিসচা’র সভাপতি সৈয়দ খায়রুল আলম, ইউপির চেয়ারম্যান মোস্তফা কামাল, নজরুল ইসলাম, আক্তার হোসেন, মো. দাউদ হোসেন, প্রমুখ।

পরে প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্বর থেকে শোক র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলাতে এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সৈয়দ ফয়েজুল আমির লিটু, উপজেলা নিরর্বাহী কর্মকর্তা মনিরা পারভিন, মাধ্যমিক শিক্ষা অফিসার সহিদুর রহমান,যুব অফিসার হেলাল উদ্দিন সহ বিভিন্ন অফিসার, ভারপ্রাপ্ত কর্মকর্ত জাহাঙ্গিও আলম, নিসচা’র সভাপতি সৈয়দ খায়রুল আলম, ইউপির চেয়ারম্যান মোস্তফা কামাল, আক্তার হোসেন, মো. দাউদ হোসেন, প্রমুখ স্কুল কলেজের ছাত্র/ছাত্রী ও সাধারন জনগন।

বেলা ১২টায় লোহাগড়া উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে শোক র‌্যালি ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়। পরে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সৈয়দ ফয়জুর আমীর লিটুর সভাপতিত্বে লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র আশরাফুল আলম, আসিফুর রহমান বাপ্পী, ছাত্রলীগ এর সাবেক সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম কালু, মোস্তফা কামাল, আকতার হোসেন, দাউদ হোসেন, ছাত্রলীগ নেতা যোশেফ,সুমন খান প্রমুখ।

অপরদিকে পৌর আওয়ামীলীগ কার্যালয়ে কাজী বনি আমিনের সভাপতিত্বে¡ আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন খান, সহ-সভাপতি সৈয়দ আইয়ুব আলী, লে. কর্নেল (অব.) সৈয়দ ইকবাল হাসান, আজাদ শিকদার, মনজুরুল করিম মুন, শিকদার আব্দুল হান্নান রুনু, আসিফুর রহমান বাপ্পী, ছাত্রলীগ নেতা তরিকুল ইসলাম প্রমুখ। পরে পৃথক ভাবে গণভোজের আয়োজন করা হয়।

এবিএন/সৈয়দ খায়রুল আলম/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত