শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • উজিরপুরে তহসিল অফিসে জাতিয় শোক দিবসেও উত্তোলিত হয়নি জাতিয় পতাকা
সকাল থেকেই অফিস খোলা রেখে সরকারি কাজ করছিলেন তহসিলদার

উজিরপুরে তহসিল অফিসে জাতিয় শোক দিবসেও উত্তোলিত হয়নি জাতিয় পতাকা

উজিরপুরে তহসিল অফিসে জাতিয় শোক দিবসেও উত্তোলিত হয়নি জাতিয় পতাকা

বরিশাল, ১৬ আগস্ট, এবিনিউজ: বরিশালের উজিরপুর উপজেলা ও পৌর সদরের প্রানকেন্দ্র কুমারবাড়ি বাজারে অবস্থিত ইউনিয়ন ভুমি অফিসে (তহসিল অফিস) গতকাল ১৫ আগষ্ট জাতিয় শোক দিবসে সরকারি ছুটির দিনে সকাল থেকেই তহসিলদার অফিস খোলা রেখে অফিসিয়াল কায করলেও বেলা সারে ১২টা পর্যন্তও শোক দিবসের পতাকা উত্তোলন করেননি তহসিল অফিসে। বেলা সারে ১২টার পরে এ প্রতিনিধি সরেজমিনে উজিরপুরের তহসিল অফিসে গেলে দেখা যায় গতকাল ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসের সরকারি ছুটির দিনেও তহসিলদার মোঃ জামাল উদ্দিন বে-সরকারি (পাবলিক) জনৈক মেহেদি হাসানকে সাথে নিয়ে অফিস খোলা রেখে সরকারি কাজ করছেন। এ সময় ভুমি অফিসে উপস্থিত পার্শবর্তি ব্যাবসায়ি ও শ্রমিকদের মধ্যে মোঃ বাবুল হাওলাদার,মনুমিয়া,আবুল কালাম,নুরুল ইসলাম সহ প্রায় ১৫/২০ জন জনতা অভিযোগ করে বলেন তহসিলদার জামাল উদ্দিন আজ জাতিয় শোক দিবসেও সরকারি অফিস খোলা রেখে একজন পাবলিককে সাথে নিয়ে অফিসিয়াল কাজ করছেন কিন্তু জাতিয় শোক দিবসে একটি সরকারি অফিসে তিনি পতাকা উত্তোলনের কোন প্রয়োজনিয়তা মনে করেননি,এজন্য উপস্থিত লোকজন ক্ষোভ প্রকাশ করে তার বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহনের জন্যও কর্তৃপক্ষের কাছে দাবী তোলেন। এ ব্যাপারে তহসিলদার মোঃ জামাল উদ্দিন বলেন আজ যে ১৫ আগষ্ট জাতিয় শোক দিবস তা তার মনে ছিলোনা এছারা তার কাছে সরকারি কাজ বাদ দিয়ে পতাকা উত্তোলন করাটাও খুব জরুরি বিষয় নয় । সংবাদ কর্মিদের প্রশ্নের জবাবে তহসিলদার আরো বলেন বিষয়টি আমি উর্দ্ধতন কর্তৃপক্ষকে (ম্যাডাম) জানিয়েছি,ম্যাডাম বলেছেন ঠিক আছে সমস্যা নেই বিষয়টি প্রশাসনিক ভাবেই দেখা হবে। ঘটনাস্থলে উপস্থিত লোকজন তহসিলদার জামাল উদ্দিনের বিরুদ্ধে আরো অভিযোগ করে বলেছেন তিনি প্রায়শই অফিসে পতাকা উত্তোলন করেন না এবং অধিকাংশ সময়ই তিনি ঘুষ বানিজ্য নিয়ে ব্যাস্ত থাকেন।

এবিএন/কল্যান কুমার চন্দ/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত