শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • খাগড়াছড়ি লক্ষ্মীছড়িতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

খাগড়াছড়ি লক্ষ্মীছড়িতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

খাগড়াছড়ি লক্ষ্মীছড়িতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

খাগড়াছড়ি, ১৬ আগস্ট, এবিনিউজ: খাগড়াছড়ি পার্বত্য জেলার লক্ষ্মীছড়ি-মানিকছড়ি আন্ত: সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় মংরে মারমা(৫২) নামে একজনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার বিকেল পৌনে ৬টার দিকে মংহলা পাড়া এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, লক্ষ্মীছড়ি বাজার থেকে ২জন যাত্রী নিয়ে মংহলা পাড়ার উদ্দেশ্যে রওনা হলে বিপরীত দিক থেকে সেনাবাহিনীর ‘থ্রী টন’কে ক্রস করে সামনে যেতে চাইলে পেছন থেকে মোটরসাইকেল আরোহী মংরে মারমা লাফ দিয়ে পড়ে গিয়ে মারাত্বক আহত হয়। সাথে সাথে সেনাবাহিনীর সহযোগীতায় লক্ষ্মীছড়ি হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করে। নিহতের পিতার নাম রইখ মারমা ডেবাতলী এলাকার বাসিন্দা।

লক্ষ্মীছড়ি উপজেলার স্বাস্থ্য কমফ্লেক্্ের’র মেডিকেল অফিসার ডা: আব্দুল মান্নান জানান, পায়ে, বুকে এবং মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় চালক মো: আবু হানিফ ও অপর যাত্রী হল্কাজয়ী মারমা সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদশী মোটরসাইকেল চালক সমিতির সভাপতি মো: ছগির হোসেন বলেন, সরু রাস্তা মোটরসাইকেলটি গতি না কমিয়ে সামনের দিকে যেতে চাইলে ছিটকে পড়ে যায়। পেছনে বসে থাকা যাত্রী ভয়ে লাফ দিলে গাড়ি থেকে পড়ে গিয়ে প্রচন্ড ব্যাথা পায়। সেনাবাহিনীর গাড়ির সাথে কোন ধাক্কা লাগেনি বলে তিনি জানান।

লক্ষ্মীছড়ি থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: আরিফ ইকবাল বলেন, থেমে থেমে বৃষ্টি থাকার কারনে অধিকাংশ রাস্তায় পিছিল থাকে। তাই মোটরসাইকেলটি গতি নিয়ন্ত্রণ করতে না পারায় এ ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক তদন্তে প্রমানিত হয়ে বলে তিনি জানান। তবে এ ব্যাপারে এখনো কোনো লিখিত অভিযোগ আসে নি।

এ ঘটনার পর পরই হাসপাতালে লোকজনের ভীর জমে যায়। খবর পেয়ে ছুটে যান লক্ষ্মীছড়ি উপজেলা চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমা, ভাইস-চেয়ারম্যান অংগ্যপ্রু মারমা, মহিলা ভাইস-চেয়ারম্যান বেবি রানী বসু, ইউপি চেয়ারম্যান প্রবিল কুমার চাকমাসহ পাহাড়ী নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় বাঙ্গালী নেতৃবৃন্দ হাসপাতালে ছুটে যান।

এবিএন/চাইথোয়াই মারমা/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত