
নড়াইল, ১৬ আগস্ট, এবিনিউজ: নড়াইলে-২ আসনের সংসদ সদস্য শেখ হাফিজুর রহমানের বড় ছেলে বাঁধন (২৫) আর নেই,আজ সকাল ১০ টায় জানাজা শেষে দাফন করা হয়েছে। মঙ্গলবার(১৫ আগষ্ট) রাত ৮টার দিকে স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। সূত্র জানায়, লোহাগড়ার সোনাদহ পাঁচুড়িয়া গ্রামে সহপাঠিদের সাথে বাঁধন ফুটবল খেলতে যান। নিজেও ফুটবল খেলছিলেন। এক পর্যায়ে বাঁধন তার সহ খেলোয়াড়দের বলেন,আমার শরীরটা ভালো লাগছে না তোরা আমাকে বাড়ি দিয়ায়। সেখান থেকে নসিমনে বাড়ি আনবার পথে আরো বেশি অসুস্থ হয়ে পড়ে বাঁধন। অসুস্থ অবস্থায় লোহাগড়া হাসপাতালে আনার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। সংসদ সদস্য শেখ হাফিজুর রহমানের দুটি পুত্র সন্তান। বড় ছেলে বাঁধন আর ছোট ছেলে সাধন। এঘটনায় শোকে আচ্ছন্ন হয়ে পড়েছে সংসদ সদস্যর পরিবারসহ আত্মীয় স্বজন ও এলাকাবাসি। শেখ হাফিজুর রহমান বাংলাদেশের ওয়ার্কাস পার্টি নড়াইল জেলা শাখার সভাপতি।বাঁধনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সংসদ সদস্যর লক্ষীপাশাস্থ বাড়িতে মানুষের ঢল নামে। নিরাপদ সড়ক চাই নিসচার পক্ষথেকে গভির সমবেদনা জানিয়েছেন নিসচার সভাপতি সৈয়দ খায়রুল আলম এবং অন্য সদস্যরা।
আজ সকাল ১০ টায় লক্ষিপাশা আল মারকাজুল মসজিদ প্রাঙ্গনে জানাজা শেষে লক্ষিপাশা কবরস্হানে দাফন করা হয়। জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মি সহ হাজার হাজার সাধারন মানুষ অংশ গ্রহন করে।
এবিএন/সৈয়দ খায়রুল আলম/জসিম/নির্ঝর