
ঢাকা, ১৬ আগস্ট, এবিনিউজ : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষে গতকাল (১৫ আগস্ট ২০১৭) সারাদেশব্যাপী হামদর্দের সকল চিকিৎসাকেন্দ্রে ফ্রি চিকিৎসা ও ওষুধ বিতরণ এবং হামদর্দের প্রধান কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হামদর্দের চীফ মোতাওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক এবং হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা ড. হাকীম মোঃ ইউছুফ হারুন ভূঁইয়ার সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ বোর্ড অব ট্রাস্টিজ ও হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ বোর্ড অব ট্রাস্টিজ-এর ভাইস চেয়ারম্যান এবং বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক ডা. এ. কে. আজাদ খান।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হামদর্দের মোতাওয়াল্লী ও সিনিয়র পরিচালক বিপণন ড. হাকীম রফিকুল ইসলাম, পরিচালক অর্থ ও হিসাব মোঃ আনিসুল হক, পরিচালক হামদর্দ বিশ্ববিদ্যালয় প্রকল্প মেজর ইকবাল মাহমুদ চৌধুরী (অবঃ), পরিচালক বিক্রয় হাকীম সাইফ উদ্দিন মুরাদ ভূঁইয়াসহ হামদর্দের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। আলোচনা সভায় বক্তাগণ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর কর্মময় বর্ণাঢ্য জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং তাঁর আদর্শ বুকে ধারণ করে দেশ সেবায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। পরিশেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৫ আগস্ট-এর সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
এবিএন/কাজী মনসুর-উল-হক/জসিম/তোহা