সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
logo
  • হোম
  • অর্থ ও বাণিজ্য
  • ইসলামী ব্যাংক ও এক্সপ্রেস মানি’র স্পেশাল প্রমোশনাল প্রোগ্রাম উদ্বোধন

ইসলামী ব্যাংক ও এক্সপ্রেস মানি’র স্পেশাল প্রমোশনাল প্রোগ্রাম উদ্বোধন

ইসলামী ব্যাংক ও এক্সপ্রেস মানি’র স্পেশাল প্রমোশনাল প্রোগ্রাম উদ্বোধন

ঢাকা, ১৬ আগস্ট, এবিনিউজ : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও এক্সপ্রেস মানি এর যৌথ উদ্যোগে ঈদ-উল-আজহা উপলক্ষে রেমিট্যান্স গ্রাহকদের জন্য স্পেশাল প্রমোশনাল প্রোগ্রাম আজ বুধবার ইসলামী ব্যাংক টাওয়ারে উদ্বোধন করা হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও প্রধান নির্বাহী মোঃ আব্দুল হামিদ মিঞা ফিতা কেটে এ প্রোগ্রামের উদ্বোধন করেন। এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ মাহবুব-উল-আলম, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও ডেভেলপমেন্ট উইংপ্রধান আবু রেজা মোঃ ইয়াহিয়া, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ইন্টারন্যাশনাল ব্যাংকিং উইংপ্রধান মোঃ শফিকুর রহমান এবং এক্সপ্রেস মানি এর কান্ট্্ির হেড জাকারিয়া মাহমুদ, কান্ট্্ির রিলেশনশিপ ম্যানেজার আবু বাশার আনসারী’সহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রোগ্রামের আওতায় প্রতিটি রেমিট্যান্সের বিপরীতে রয়েছে একটি আকর্ষণীয় উপহার দেয়াল ঘড়ি। এছাড়া রয়েছে প্রতি সপ্তাহে দুইটি ডিপ ফ্রিজ পাওয়ার সুবর্ণ সুযোগ। অফারটি ১৬ থেকে ৩১ আগস্ট, ২০১৭ পর্যন্ত অব্যাহত থাকবে।

এবিএন/শেখ সাইদুল হাসান/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত