বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

লাউয়াছড়ায় সন্ধি কচ্ছপ অবমুক্ত

লাউয়াছড়ায় সন্ধি কচ্ছপ অবমুক্ত

শ্রীমঙ্গল, ১৬ আগস্ট, এবিনিউজ : মৌলভীবাজারেরর লাউয়াছড়া জাতীয় পার্কের স্টুডেন্ট ডরমরটরি ভবন লেকে বিপন্ন প্রজাতির একটি সন্ধি কচ্ছপ অবমুক্ত করা হয়েছে । মাঝারি আকারের কচ্ছপটির ওজন প্রায় দেড় কেজি। আজ বুধবার বিকেল সাড়ে ৫টায় কচ্ছপটি অবমুক্ত করা হয়।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারি বন সংরক্ষক (এসিএফ) মো. তবিবুর রহমান, পরিবেশ ও জীববৈচিত্র্য বিষয়ক সাংবাদিক বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন এবং বন্যপ্রাণীপ্রেমী একদল তরুণ এ সময় উপস্থিত ছিলেন।

এসিএফ মো. তবিবুর রহমান বলেন, মঙ্গলবার রাত সাড়ে দশটায় শ্রীমঙ্গল শহরের মাস্টারপাড়া আবাসিক এলাকায় মাছ কুচায় আটকা পড়ে এই বিপন্ন কচ্ছপটি। এলাকার একদল বন্যপ্রাণীপ্রেমী তরুণ এটিকে উদ্ধার করে নিজেদের কাছে রাখে। পরদিন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগে যোগাযোগ করলে আমরা লাউয়াছড়া স্টুডেন্ট ডরমেটরি ভবন লেকে কচ্ছপটিকে অবমুক্ত করার সিদ্ধান্ত নেই।

এবিএন/অাতাউর রহমান কাজল/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত