বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • আগৈলঝাড়ার বিভিন্ন বিদ্যালয়ে জাতীয় শোক দিবসের কর্মসূচী পালিত

আগৈলঝাড়ার বিভিন্ন বিদ্যালয়ে জাতীয় শোক দিবসের কর্মসূচী পালিত

আগৈলঝাড়ার বিভিন্ন বিদ্যালয়ে জাতীয় শোক দিবসের কর্মসূচী পালিত

আগৈলঝাড়া (বরিশাল) , ১৭ আগস্ট, এবিনিউজ: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বরিশালের আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে শোক র‌্যালী, শিক্ষার্থীদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। ১৫ আগস্ট সকালে অশোকসেন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি অপূর্ব লাল সরকারের সভাপতিত্বে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ, একমিনিট নীরবতা পালন, শোক র‌্যালী, আলোচনা সভা, শিক্ষার্থীদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির সদস্য মো. ফারুক মোল্লা, রীতা মধু, মো. খলিল মোল্লা, প্রধান শিক্ষক লিপিকা বাড়ৈ, শিক্ষক সমীর সমদ্দার, সরদার মো. কামাল, অর্চনা সরকার, বিরোজা রায়, এনএসপি শিক্ষক সীমা আক্তার, জেসমিন আক্তার প্রমুখ। অপরদিকে সেরাল বহুমূখী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির আয়োজনে অনুষ্ঠানের প্রথমে একমিনিট নীরবতা পালন করে শোক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি মো. ইলিয়াস সেরনিয়াবাত। অনুষ্ঠানে প্রাক্তন সভাপতি জুলফিকার আলী, আসাদুজ্জামান বাদল, সদস্য জাহিদুল ইসলাম দুলাল, গোলাম নবী, নাজমা বেগম, বাবুল হাওলাদার, মিন্টু সেরনিয়াবাত ও প্রধান শিক্ষক মাহমুদ হোসেন ও শিক্ষকমন্ডলী আরও অনেকে উপস্থিত ছিলেন। প্রতিটি অনুষ্ঠানে বর্তমান এমপি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহর পিতা মন্ত্রী আ. রব সেরনিয়াবাত, পুত্র, ভাই, বোনসহ সকল শহীদ ও বর্তমান পরিবারবর্গের সদস্যদের জন্য দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানের কর্মসূচি শেষ হয়।

এবিএন/অপূর্ব লাল সরকার/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত