
রাজবাড়ী, ১৭ আগস্ট, এবিনিউজ : রাজবাড়ীতে হুহু করে বাড়ছে পদ্মা নদীর পানি। আজ বৃহস্পতিবার সকাল ৬টায় পানি পরিমাণকৃত পানি বিপদসীমার ৮৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহীত হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী প্রকাশ কৃষ্ণ সরকার জানিয়েছেন, আগামী ২০ আগস্ট পর্যন্ত পানি বিপৎসীমার ১০৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হবার সম্ভাবনা রয়েছে। বিপদসীমার এই পর্যায়ে পানি প্রবাহীত হলে তলিয়ে যেতে পারে ২১ জেলার প্রবেশ দাড় দৌলতদিয়া প্রান্তের ৪টি ফেরিঘাট।
যমুনা ও পদ্মা নদীর মিলন হয়েছে রাজবাড়ীর দৌলতদিয়া এলাকায়। পানি বৃদ্ধির হার অতীত রেকর্ড ভাঙ্গতে শুরু করেছে। ইতোমধ্যেই বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বাইরের পুরো এলাকাই নদীর পানিতে নিমজ্জিত হয়েছে। জেলার গোয়ালন্দের দেবগ্রাম, দৌলতদিয়া, উজানচর ও ছোটভাকলা ইউনিয়নের ৪০ হাজার পরিবার পানি বন্দী হয়ে পড়েছে।
জেলা সদরের বরাট, গোয়ালন্দের দেবগ্রাম ও দৌলতদিয়া এলাকায় বৃদ্ধি পেয়েছে নদী ভাঙন। প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ তৌলিদুল ইসলাম জানিয়ছেন জেলার ২৫ টি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে আজ আরো বন্ধ ঘোষণা করা হবে।
বন্যার ৪ দিনেও ত্রাণের দেখা পায়নি বন্যাকবলিত ৪০ হাজার পরিবার। জেলা প্রশাসন সূত্রে জানিয়েছে জেলার ৪ উপজেলার প্রতি পরিবারকে ১০ কেজি করে চাউল বরাদ্দ দেওয়া হয়েছে যা আজ থেকেই প্রদান করা হবে।
এবিএন/রবিউল/জসিম/এমসি