সোনাগাজী (ফেনী), ১৭ আগস্ট, এবিনিউজ : সোনাগাজীর আমিরাবাদ ইউপির যুবলীগ সভাপতি ও ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য এনামুল হক এনাম বাস চাপায় নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার সাতবাড়ীয়া নামক স্থানে একটি দ্রুতগামী বাসের চাপায় মোটর সাইকেল চালক এনামের ঘটনাস্থলে মৃত্যু হয়।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যুবলীগ নেতা এনাম মোটর সাইকেল যোগে সোনাগাজী যাওয়ার সময় সাতবাড়ীয়া পৌঁছলে ঘাতক বাসটি তাকে চাপা দেয়। পুলিশ ঘাতক বাসটি আটক করলেও চালক পালিয়ে যায়।
তার মৃত্যুর খবর জানাজানি হলে বিপুল সংখ্যক আওয়ামীলীগ ও যুবলীগের নেতাকর্মী হাসপাতালে জড়ো হয়ে কান্নায় ভেঙ্গে পড়ে। এ সময় হ্নদয় বিদারক দৃশ্যের অবতারনা হয়।
নিহত যুবলীগ নেতা এনাম আমিরাবাদ ইউপির সফরপুর গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে।
এবিএন/রিপন/জসিম/এমসি