![ঈদ-উল-আযহা উপলক্ষে দৌলতদিয়া-পাটুরিয়া ঘাট বিষয়ে প্রস্তুতিমূলক সভা](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/08/17/meeting_abnews_95090.gif)
রাজবাড়ী, ১৭ আগস্ট, এবিনিউজ : আসন্ন ঈদুল আযাহা উপলক্ষে দক্ষিণাঞ্চলের ২১ জেলার সাথে রাজধানী ঢাকা ও অন্যান্য অঞ্চলের যোগাযোগের অন্যতম মাধ্যম দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে নিরাপদ নৌ চলাচল, ফেরী ও লঞ্চ ঘাট যানজটমুক্ত এবং ঈদে ঘরমুখী ও ঈদ শেষে কর্মমুখী মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে উভয় ঘাটে আইন-শৃঙ্খলা গুরুত্বপূর্ণ বিষয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক বলেন, ঈদে ঘরমুখো মানুষ যাতে কোন দূর্ভোগের শিকার না সে দিকে সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারীকে সতর্ক অবস্থানে থাকতে হবে। ঘাট পারারের জন্য আসা মানুষ গুলো যেন হাসি মুখে ঘাট পার হতে পারে সে জন্য যা যা করা দরকার করতে হবে।
পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাকে বলেন, ৫০% বালির বস্তা ফালানো হয়েছে বাকী আরো ৫০% কাজ সুম্পর্ণ করতে হবে। বরাদ্ধ যেন শতভাগ বাস্তবায়িত হয়। বস্তা ফেলানো হয়েছে আরো ৫০% বস্তা ফেলা হলে ঘাট আসা করি ভালো থাকবে।ফেরিতে জুয়া খেলার বিষয়ে র্যাব ও পুলিশ বাহিনীকে সবসময় নজরদাড়ীতে রাখার জন্য নির্দেশ দেন।
রাজবাড়ী অফিসার্স ক্লাবে জেলা প্রশাসন আয়োজিত প্রস্তুতিমূলক সভায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রট মো মো: শওকত আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, র্যাব-০৮, সিপিসি-০২ ফরিদপুর ক্যাম্প কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার, বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক(বানিজ্য) মোঃ শফিকুল ইসলাম, বিআইডব্লিউ এ কর্মকর্তা, বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মো. মুরাদ হোসেন, শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক আব্দুর রশিদ প্রমুখ।
বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মো. মুরাদ হোসেন বলেন, ঈদের আগে থেকেই রাজবাড়ীর মহাসড়ক ও আঞ্চলিক সড়কে অসংখ্য ছোট-বড় গর্ত রয়েছে।এসব সড়ক সংস্কারের কথা থাকলেও এখন পর্যন্ত তা করা হয়নি। বর্তমানে গোয়ালন্দ মোড় থেকে নতুন বাজার মুরগির র্ফাম পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার পর্যন্ত মহাসড়কের বেশ কয়েকটি স্থান একেবারেই যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
তিনি আরও জানান, প্রতিনিয়ত ওইসব স্থানে যানবাহন বিকল হয়ে পড়ছে। সড়কের এ অবস্থা বজায় থাকলে তারা দৌলতদিয়া-কুষ্টিয়া মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ করে দিতে পারেন।
এ বিষয়ে জেলা প্রশাসক মো. শওকত আলী বলেন, অতিবৃষ্টির কারণে সড়কে যে খানাখন্দের সৃষ্টি হয়েছে, তা যেন ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তির কারণ না হয়। ছোট-বড় যে গর্ত গুলো রয়েছে, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীকে তা দ্রুত সংস্কারের নির্দেশ দেন তিনি।
সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম বলেন, টানা ও অতিবৃষ্টিতে সড়কে পানি জমে থাকায় বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে ওইসব স্থানে সংস্কার কাজ শুরু হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে এ কাজ শেষ হবে।
ঈদে দীর্ঘদিন ধরে চলা দালাল চক্রের দৌরাত্ম্য ছিনতাই, পকেটমারসহ অন্য অপরাধীরা প্রস্তুত থাকে যাত্রীদের সব কিছু লুটে নেয়ার জন্য। এসব বিষয় মাথায় রেখে রাজবাড়ীর পুলিশ সুপার সার্বক্ষণিক দৌলতদিয়া ঘাটের চিত্র পর্যবেক্ষণের জন্য সিসি ক্যামেরা স্থাপন করা হলেও ৬টি সিসি ক্যমেরার মধ্যে অধিক আংশ ক্যমেরাই থাকে বিকল হয়ে এমন মন্তব্য করেছেন বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক(বানিজ্য) মোঃ শফিকুল ইসলাম।
তাছারাও ঈদে দীর্ঘদিন ধরে চলা দালাল চক্রের দৌরাত্ম্য ছিনতাই, পকেটমারসহ অন্য অপরাধীরা প্রস্তুত থাকে যাত্রীদের সব কিছু লুটে নেয়ার জন্য । এসব বিষয় মাথায় রেখে রাজবাড়ীর পুলিশ সুপার সার্বক্ষণিক দৌলতদিয়া ঘাটের চিত্র পর্যবেক্ষণের জন্য সিসি ক্যামেরা স্থাপন করেছেন।
এবার দৌলতদিয়া ঘাট দিয়ে ৩৩টি লঞ্চ ও ১৯টি ফেরি চলাচল করবে। এবার যাত্রীদের দুভোগের শেষ হবে না বলেই অনকেই মনে করছেন।
দৌলতদিয়া ঘাটের বর্তমান যে পরিস্থিতি রয়েছে তাতে এবার ঈদে ঘাট দিয়ে আসা মানুষর দুর্ভোগের শেষ হবে না তাই যে হেতু তীব্র স্রোতের কারনে ফেরি চলাচল করে বিভিন্ন সমস্যা হচ্ছে তাই এই অবস্থায় সরাসরি ফেরি পারাপার যে বাস গুলি এ ঘাট দিয়ে যাতায়ত করবে সে গুলিকে ফেরি পার না করে ফেরিতে যাত্রি পার করতে হবে।
তাহলে ঘাটে যানজট থাকবে না মানুষ সুন্দরভাবে তাদের বাড়ীতে গিয়ে ঈদ পালন শেষে আবার কর্মস্থলে যেতে পারবে। এ সময় কয়েকটি দপ্তরের সরকারী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এবিএন/রবিউল/জসিম/এমসি