শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা

জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা

জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা

চাঁদপুর, ১৭ আগস্ট, এবিনিউজ : প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে বিশেষ অবদান রাখায় চাঁদপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম।

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৭ জেলা পর্যায়ে যাচাই-বাছাই কমিটির সভাপতি ও জেলা প্রশাসক আব্দুর সবুর মন্ডল ও সদস্য সচিব জেলা শিক্ষা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ খোরশেদ আলম এর যৌথ স্বাক্ষরিত এক পত্রে এই তথ্য জানা গেছে।

মতলব দক্ষিণ উপজেলায় শিক্ষা ক্ষেত্রে কৃতিত্ব অর্জন ও বিশেষ অবদান রাখায় এ শ্রেষ্ঠত্ব অর্জন প্রদান করেছেন। জেলা শিক্ষা অফিস সূত্রেও বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম জেলা পর্যায়ে শ্রেষ্টত্ব অর্জন করায় উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তাবৃন্দ ও উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) জুলফিকার আলী জনিসহ সকল শিক্ষা কর্মকর্তাবৃন্দ ও উপজেলা সকল শিক্ষকবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।

এবিএন/শ্যামল/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত