![জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/08/17/shahidul_abnews_95091.gif)
চাঁদপুর, ১৭ আগস্ট, এবিনিউজ : প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে বিশেষ অবদান রাখায় চাঁদপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম।
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৭ জেলা পর্যায়ে যাচাই-বাছাই কমিটির সভাপতি ও জেলা প্রশাসক আব্দুর সবুর মন্ডল ও সদস্য সচিব জেলা শিক্ষা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ খোরশেদ আলম এর যৌথ স্বাক্ষরিত এক পত্রে এই তথ্য জানা গেছে।
মতলব দক্ষিণ উপজেলায় শিক্ষা ক্ষেত্রে কৃতিত্ব অর্জন ও বিশেষ অবদান রাখায় এ শ্রেষ্ঠত্ব অর্জন প্রদান করেছেন। জেলা শিক্ষা অফিস সূত্রেও বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম জেলা পর্যায়ে শ্রেষ্টত্ব অর্জন করায় উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তাবৃন্দ ও উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) জুলফিকার আলী জনিসহ সকল শিক্ষা কর্মকর্তাবৃন্দ ও উপজেলা সকল শিক্ষকবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।
এবিএন/শ্যামল/জসিম/এমসি