
রাজবাড়ী, ১৭ আগস্ট, এবিনিউজ : “কৃষক বাঁচাও দেশ বাচাও সকল কৃষক এক হও” এই স্লোগানে রাজবাড়ীর শহরের পৌর এলাকার ৭নং ওয়ার্ডের ভবানীপুর ও বড় লক্ষীপুর এলাকার ফসলী জমি থেকে পানি নিস্কাশনের দাবিতে জেলা প্রশাসক বরাবর গণ আবেদন।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে কৃষক জনতার সমন্বয়কারী মোঃ আক্তার হোসেনর নেতৃত্বে ভবানীপুর এলাকাবাসী একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে “কৃষক বাঁচাও দেশ বাচাও সকল কৃষক এক হও” এই স্লোগান দেয়। পরে জেলা প্রশাসক বরার একটি গন আবাদেন দেন ভবানীপুর এলকার সর্বস্তরের কৃষক ও জনতা।
এ সময় কৃষক মোঃ কালাম সিকদার, কৃষক কেরামত আলী, কৃষক বাবার আলী সহ একাধীক কৃষক উপস্থি ছিলেন।
এবিএন/রবিউল/জসিম/এমসি