শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

মানিকগঞ্জের হাফেজ আবিদুর আড়াই মাস ধরে নিখোঁজ

মানিকগঞ্জের হাফেজ আবিদুর আড়াই মাস ধরে নিখোঁজ

মানিকগঞ্জ, ১৭ আগস্ট, এবিনিউজ : মানিকগঞ্জের সাটুরিয়ার উপজেলায় আবিদুর রহমান (১৮) নামের এক হাফেজ আড়াই মাস ধরে নিখোঁজ রয়েছে। নিখোঁজ আবিদুর তার নিজ বাড়ী থেকে গত ১ লা জুন বিকালে বেরিয়ে গিয়ে আর ফিরে আসে নি। তার পর থেকে আড়াই মাস ধরে তার কোন খোজ পায়নি পরিবার।

নিখোঁজ হাফেজ আবিদুর রহমান সে সাটুরিয়া উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের জান্না গ্রামের আব্দুস সালামের একমাত্র পুত্র। এক মাত্র পুত্র নিখোঁজের পর থেকে তার মা প্রায় অসুস্থ্য হয়ে পড়েছে।

নিখোঁজ হাফেজের মা জামিলা খাতুন জানায়, তার পুত্র আবিদুর সাটুরিয়া উপজেলার নয়াডিংঙ্গি মাদ্রাসা থেকে কোরআনের হাফেজী সমাপ্ত করে বর্তমানে সাভারের বাইপাল আলামিন মাদ্রাসার কিতাব বিভাগে বিশেষ বিভাগে পড়াশুনা করছিল। আবিদ জুন মাসের ১ তারিখে মাদ্রাসা থেকে সাটুরিয়ার জান্না গ্রামের বাড়িতে আসে। পরে ঐ দিনই কাউকে কোন কিছু না বলে বাড়ি থেকে চলে যায়। তাকে আড়াই মাস ধরে আত্বীয় বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজা খুজি করে পাওয়া যায়নি।

আবিদুরের বাবা আব্দুল সালাম জানায়, আবিদুর বাড়ি থেকে যাবার সময় তার বাবার মোবাইল ও মায়ের সিম কার্ড নিয়ে যায়। বাড়ি থেকে যাবার পর একদিন তার মোবাইল খোলা পাওয়া গিয়েছিল। তার পর থেকে বন্ধ। আড়াই মাস ধরে পুত্র নিখোঁজের পর থেকে তার মা প্রায় অসুস্থ্য হয়ে পড়েছে। বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে পুত্র ফিরে আসবে ভেবে পুলিশকে বিষয়টি জানানো হয়নি। বৃহস্প্রতিবার বিকেলে তিনি থানায় আবিদুর নিখোজের বিষয়ে অভিযোগ করবে বলে জানায়।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আমিনুর রহমান জানায়, হাফেজ আবিদুর রহমান নিখোঁজের বিষয়টি আমাদের জানা ছিল না। আজ বৃহস্প্রতিবার বিকালেই এ বিষয়ে খোঁজ খবর নেওয়া শুরু করবো।

এবিএন/সোহেল/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত