
বান্দরবান, ১৭ আগস্ট, এবিনিউজ : বান্দরবান জেলার আলীকদম উপজেলায় জান্নাতুল বকেয়া নামের (২৬) বছর বয়সের এক প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা করার খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার সকালে বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলার রেফারফারী এলাকায় তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত জান্নতুল বকেয়া সৌদি প্রবাসী মোঃ মোর্শেদের স্ত্রী।
আলিকদম থানার পলিশ জানায়, নিজ বাড়িতে তার দুই সন্তান নিয়ে একা বসবাস করতেন জান্নাতুল বকেয়া। সকালে স্থানীয়রা ঘরে লাশ দেতে পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করা হয়। নিহতের গায়ের বিভিন্ন স্থানে আঘাতের দাগ পাওয়া গেছে। কে বা কারা কেন তাকে হত্যা করেছে তা এখনো জানা যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
চৈক্ষ্যং ইউপির চেয়ারম্যান মোঃ ফেরদৌস বলেন, কারা তাকে হত্যা করেছে তা এখনো জানা যায়নি। তবে ধারনা করা হচ্ছে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকা হতে পারে। আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান বলেন, ঘটনাটি তদন্ত করে দেখে জানানো হবে।
এবিএন/মোহাম্মদ আব্দুর রহিম/জসিম/রাজ্জাক