![আগৈলঝাড়ায় মনসা মন্দিরে দুই মহিলা ছিনতাইকারী আটক](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/08/18/atok@abvnews_95220.jpg)
আগৈলঝাড়া (বরিশাল) , ১৮ আগস্ট, এবিনিউজ: বরিশালের আগৈলঝাড়ায় মনসা মন্দিরে পূজার সময় দুই মহিলা ছিনতাই কারীকে আটক করেছে জনতা। পরে তাদের পুলিশের হাতে সোর্পদ করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকালে গৈলা মন্দিরের বাৎসরিক মনসা পূজায় আগত উপজেলার বাহাদুপুর গ্রামের রনজিতা মিস্ত্রীর স্বর্ণের চেইন ছিনতাই করার সময় হাতেনাতে নড়িয়া উপজেলার নাসিরনগর গ্রামের মরিয়ম বেগম ও মাহমুদা বেগম নামে দুই মহিলা ছিনতাইকারীকে আটক করে জনতা। পরে পুলিশের হাতে তাদের সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলতে বলে জানা গেছে।
এবিএন/ অপূর্ব লাল সরকার/জসিম/নির্ঝর