![তারাগঞ্জে বানভাসী মানুষের পাশে জাতীয় পার্টির সাবেক এমপি আনিছুল ইসলাম মন্ডল](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/08/18/taragonj-tran@abnews_95237.jpg)
তারাগঞ্জ, ১৮ আগস্ট, এবিনিউজ: রংপুরের তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের বন্যায় দুর্গত মানুষের মাঝে গতকাল বৃহস্পতিবার বিকালে খাদ্য উপকরন বিতরন করা হয়। বানভাসী মানুষের চরম দু.খের সীমা নেই। তাদের পাশে দাড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন বাংলাদেশ জাতীয় পার্টির তারাগঞ্জ-বদরগঞ্জ রংপুর-২ সাবেক জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আনিছুল ইসলাম মন্ডল এমপি। এসময় তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের বন্যা দূর্গত মানুষের পাশে দাড়িয়ে তার ব্যক্তিগত তহবিল থেকে খাদ্য উপকরন ফাজিলপুর উচ্চ বিদ্যালয়ে আশ্রয় কেন্দ্রে প্রত্যেকের মাঝে বিতরন করেন। তিনি বলেন আমি আপনাদের সুখে দু.খে পাশে থাকতে চাই। আমি পর্যাক্রমে আমার নির্বাচনী এলাকায় বানভাসী মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেব। এসময় উপস্থিত ছিলেন সহোদর ভাই মশিউর রহমান মন্ডল, আলমপুর ইউপি চেয়ারম্যান মঞ্জুর কাদের চৌধুরী সবুজ, ফাজিলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, বাংলাদেশ জাতীয় পার্টি তারাগঞ্জ উপজেলা শাখা যুগ্ন সম্পাদক জয়নাল আবেদীন আপান, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আনিছুল হক, স্বেচ্ছাসেবক পার্টির তারাগঞ্জ উপজেলার শাখা ও দলিল লেখক সমিতি তারাগঞ্জ সাব রেজিষ্টার অফিস সভাপতি নুর আলম বকুল সম্পাদক: হুমায়ন কবির লরেন্স, উপজেলা জাতীয় যুব সংহতি সভাপতি তুহিনুর ইসলাম তুহিন, সম্পাদক জুয়েল, জাতীয় ছাত্র সমাজ সভাপতি আজহারুল ইসলাম, সম্পাদক আশরাফুল ইসলাম। এছাড়াও বানভাসী মানুষের পাশে দলীয় অঙ্গ সংগঠনের নেতা কর্মী, ইউপি সদস্য, সেচ্ছাসেবক উপস্থিত ছিলেন।
এবিএন/বিপ্লব হোসেন অপু/জসিম/নির্ঝর