শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • মুকসুদপুরে ব্যবসায়ীকে হত্যা করে মোটর সাইকেল ছিনতাই

মুকসুদপুরে ব্যবসায়ীকে হত্যা করে মোটর সাইকেল ছিনতাই

মুকসুদপুরে ব্যবসায়ীকে হত্যা করে মোটর সাইকেল ছিনতাই

গোপালগঞ্জ, ১৮ আগস্ট, এবিনিউজ : গোপালগঞ্জের মুকসুদপুরে ব্যবসায়ী মিজানুর রহমানকে (৩৫) হত্যা করে দুর্বৃত্তরা মোটর সাইকেল ছিনিয়ে নিয়েছে।

গতকাল বৃস্পতিবার রাতে মুকসুদপুর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার রাগদী নামক স্থানে এ ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সকালে মুকসুদপুর উপজেলার রাঘদী ব্রিজের পূর্বপাশ থেকে মিজানুর রহমানের লাশ উদ্ধার করে পুলিশ।

মুকসুদপুর থানার ওসি (তদন্ত) মো. জাফর মিয়া জানান, গতকাল বৃহস্পতিবার মিজানুর রহমান তার এক আত্মীর জানাজার নামাজ শেষে সন্ধ্যার পর মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে দুর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহ ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুরের রাঘদি এলাকায় রাস্তার পাশে ফেলে রেখে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

তিনি রাজৈর উপজেলার নয়াকান্দি গ্রামের ইসমাইল শেখের ছেলে। তিনি ধানের ব্যবসা করতেন বলে পুলিশ জানিয়েছে।

এবিএন/লিংকন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত