![ফেনীতে আন্ত:জেলা ডাকাত সদস্য গ্রেপ্তার](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/08/18/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_95319.jpg)
ফেনী, ১৮ আগস্ট, এবিনিউজ : ফেনীতে সরোয়ার হোসেন প্রকাশ সরোয়ার (৩০) নামের ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ। আজ শুক্রবার ভোরে সদর উপজেলার কাজিরবাগস্থ গিল্লাবাড়িয়া বড় কবরস্থানের সামনে হতে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে ফেনীর পুলিশ সুপার জাহাঙ্গির আলম সরকার পুলিশ সুপার কার্যালয়ের কনফারেঞ্চ রুমে গনমাধ্যম কর্মীদের কাছে দাবী করেন গ্রেফতারের সময় তার কাছ থেকে ১টি দোনালা বন্ধুক, ২ টি এলজি, ২০ রাউন্ড কার্তুজ ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে ফেনী থানায় মামলা দায়ের করা হয়েছে। ধৃত সরোয়ার সদর উপজেলার পশ্চিম কাজিরবাগ গ্রামের আব্দুল মালেকের ছেলে।
এবিএন/আবুল হোসেন/জসিম/তোহা