সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
logo
  • হোম
  • সারাদেশ
  • ঝালকাঠিতে বরিশাল রেঞ্জ পুলিশ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

ঝালকাঠিতে বরিশাল রেঞ্জ পুলিশ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

ঝালকাঠিতে বরিশাল রেঞ্জ পুলিশ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

ঝালকাঠি, ১৮ আগস্ট, এবিনিউজ : ঝালকাঠিতে উদ্বোধন করা হলো বরিশাল রেঞ্জ পুলিশ ফুটবল টুর্নামেন্ট। বিভাগের ৬ জেলা পুলিশ এবং বরিশাল রেঞ্জ রিজার্ফ পুলিশসহ (আরআরএফ) সাতটি দল এ টুর্নামেন্টে অংশ নিয়েছে। স^াগতিক জেলা ঝালকাঠির বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর স্টেডিয়ামে আজ শুক্রবার সকালে এ টুর্ণামেন্টের উদ্বোধন হয়। উদ্বোধনী ম্যাচে পটুয়াখালী ও ভোলা জেলা পুলিশ মুখোমুখি হয়।

ঝালকাঠির পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান টুর্নামেন্ট উদ্বোধন করেন। এ সময় অন্যান্যর মধ্যে আরও উপস্থিত ছিলেন, ঝালকাঠি অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল এমএম মাহামুদ হাসান, সিনিয়র সহকারী পুলিশ সুপার রাজাপুর সার্কেল মো. মোজাম্মেল হোসেন রেজা, সহকারী পুলিশ সুপার পটুয়াখালী সদর সার্কেল ফারুক হোসেন, ঝালকাঠি সদর থানার ওসি মো. তাজুল ইসলাম।

আয়োজকরা জানায়, এ টুর্নামেন্ট থেকে সেরা খেলোয়ার বাছাই করে বরিশাল পুলিশের বিভাগীয় দল গঠন করা হবে। তারা পুলিশের জাতিয় পর্যায়ের টুর্নামেন্টে বিভাগ দলে অংশ নেবেন। উদ্বোধনী ম্যাচে পটুয়াখালী ও ভোলা জেলার মধ্যে ভোলা জেলা বিজয়ী হয়।

এবিএন/আজমীর/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত